ওয়েস্ট হামকে হারিয়ে সেরা চারে ম্যানচেস্টার ইউনাইটেড
৬ ডিসেম্বর ২০২০ ০৯:৩২
শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে ওয়েস্ট হামের বিপক্ষে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সেরা চারে ঢুকে পড়েছে রেড ডেভিলসরা। গোল হজম করে হারের শঙ্কা জন্ম দিলেও শেষ পর্যন্ত দারুণ এক জয় নিয়ে ফিরল প্রতিপক্ষের মাঠ থেকে।
লন্ডন স্টেডিয়ামে শনিবার ৩-১ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের প্রথমার্ধের ৩৮ মিনিটে তমাস সুসেকের গোলে লিড নেয় স্বাগতিকরা। এরপর দ্বিতীয়ার্ধে পল পগবার গোলে সমতায় ফেরে রেড ডেভিলসরা। মেসন গ্রিনউড গোল করে দলকে এগিয়ে নেন আর মার্কোস রাশফোর্ড গোল করে দলের জয় নিশ্চিত করেন। লিগের গত দুই আসরে এই মাঠে হেরেছিল ইউনাইটেড।
এই ম্যাচ দিয়েই প্রায় ৯ মাস পর প্রিমিয়ার লিগে মাঠে ফেরে দর্শক। স্বাস্থ্যবিধি মেনে দুই হাজার দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল।
৩৮তম মিনিটে এগিয়ে যায় তারা। কর্নারে ডেকলান রাইসের হেডের পর খুব কাছ থেকে ফ্লিকে ফাঁকা জালে বল পাঠান চেক রিপাবলিকের মিডফিল্ডার সুসেক।
দুই মিনিট পর ব্যবধান বাড়ানোর দারুণ এক সুযোগ হারান সেবাস্তিয়ান হলার। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক, এগিয়ে আসা হেন্ডারসনকে কাটিয়েও ছিলেন তিনি। কিন্তু ছয় গজ বক্সের সামনে গিয়ে তালগোল পাকান হলার, নিতে পারেননি শট।
দ্বিতীয়ার্ধের শুরুতে কাভানির জায়গায় রাশফোর্ড আর ডনি ফন ডি বিকের বদলি হিসেবে মাঠে নামেন ব্রুনো ফার্নান্দেজ। আর তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ রেড ডেভিলসদের হাতে। ৬৫তম মিনিটে দারুণ এক গোলে ইউনাইটেডকে সমতায় ফেরান পগবা। পোস্ট ছেড়ে বেরিয়ে উঁচু করে বল বাড়িয়েছিলেন হ্যান্ডারসন। ডান দিকে ফার্নান্দেজের বল পেয়ে একটু এগিয়ে পাস দেন পগবাকে। ডি-বক্সের বাইরে থেকে জোরালো এক শটে বল জালে জড়ান এই তারকা। তাতেই সমতায় রেড ডেভিলসরা।
এরপর শুধুই ম্যানচেস্টার ইউনাইটেড শো। ৫৮ মিনিটে দলকে প্রথমবারের মতো লিড এনে দেন মেসন গ্রিনউড। বাঁ প্রান্ত থেকে অ্যালেক্স তেয়াসের পাস ডি বক্সের ভেতর পেয়ে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান গ্রিনউড। এর মিনিট দশেক পর ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন রাশফোর্ড।
এই জয়ে প্রিমিয়ার লিগের সেরা চারে ঢুকে পড়ল ওলে গানার শোলশায়ারের দল। লিগে ১০ ম্যাচে ৬টি জয়, ৩টি হার ও এক ড্র’তে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ইউনাইটেড।
২০২০/২১ মৌসুম ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ ওয়েস্ট হাম বনাম ম্যানচেস্টার সিটি পল পগবা মার্কোস রাশফোর্ড রেড ডেভিলস