Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্ত-সোহানের ব্যাটে রাজশাহীর ১৪৫


৬ ডিসেম্বর ২০২০ ২০:৩৩ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২০ ২০:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ওভারেই উইকেট হারিয়ে ফেলা মিনিস্টার গ্রুপ রাজশাহীর ইনিংসটা ঠিকভাবে এগুয়নি। তবে তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত ও শেষ দিকে উইকেরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান দারুণ কার্যকরি দুটি ইনিংস খেললেন। যাতে ১৪৫ রানের সংগ্রহ পেয়েছে পদ্মাপাড়ের দলটি।

রোববার (৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার বিপক্ষে খেলতে নেমেছে রাজশাহী। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দলের রান যখন ৪ তখন ওপেনার আনিসুল ইসলাম ইমনকে (১) হারায় রাজশাহী। নাজমুল শান্তর সঙ্গে দ্বিতীয় উইকেটে বেশ ভালোই এগুচ্ছিলেন রনি তালুকদার।

বিজ্ঞাপন

কিন্তু রনি ১৭ বলে ১৪ রান করে ফিরলে অল্প ব্যবধানে ফিরে যান ফজলে রাব্বি (৯), মেহেদি হাসানও (৯)। চাপে পড়ে যায় রাজশাহী। সোহান, জাকেরদের নিয়ে সেই চাপ কিছুটা কাটিয়ে তুলেছেন শান্ত।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে রাজশাহী। ৩৮ বলে ৬ চার ২ ছয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন শান্ত। সোহান ৩ চার, ২ ছয়ে ২১ বলে ৩৭ ও জাকের ১৯ বলে ১৫ রান করেন। খুলনার হয়ে ২৫ রানে সর্বোচ্চ ২ উইকেট নেন শুভাগত হোম।

জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মিনিস্টার গ্রুপ রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর