Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি সিরিজ ভারতের


৬ ডিসেম্বর ২০২০ ২৩:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছিল ভারত। বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে চলছিল বিস্তর সমালোচনা। এসবের মধ্যেই অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে হারালো ভারত। পরপর দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে ভারত।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে আজ ছয় উইকেটে হারিয়েছে ভারত। টেস্ট সিরিজকে সামনে রেখে দলের মুল বোলারদের বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। ১৯৪ রানের বিশাল সংগ্রহ গড়েও তাই ভারতকে আটকে রাখতে পারেনি স্বাগতিকরা।

লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান ওপেনিং জুটিতে তোলেন ৫৬ রান। রাহুল সেট হওয়ার পর ফিরেছেন দ্রুত রান তুলতে গিয়ে। ২২ বলে ২ চার ১ ছয়ে ৩০ রান করেছেন ভারতীয় ওপেনার। তিনে নেমে ধাওয়ানের সঙ্গে জুটি গড়েন কোহলি। ধাওয়ান, সাঞ্জু স্যামসন, কোহলি অল্প রানের ব্যবধানে ফিরলে কঠিন হয়ে যায় ভারতের সমীকরণ। হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আয়ার শেষ দিকে ব্যাটে ঝড় তুলে সেই কঠিন সমীকরণটা মিলিয়েছেন।

বিজ্ঞাপন

১৯.৪ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের জন্য ১৯৫ রান তোলে ভারত। ৩৬ বলে ৪ চার ২ ছয়ে ৫২ রান করেন ধাওয়ান। ২৪ বলে ২টি করে চার ছয়ে ৪০ করেছেন কোহলি। আর হার্দিক ২২ বলে ৩ চার ২ ছয়ে ৪২ রান করে অপরাজিত ছিলেন। শ্রেয়াস ৫ বলে করেন ১২ রান।

এর আগে অস্ট্রেলিয়ার ১৯৪ রানের বড় সংগ্রহে বড় অবদান ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ওয়েড, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলদের। ৩২ বলে ১০ চার ১ ছয়ে ৫৮ রান করেন ওয়েড। স্মিথ ৪৬ রান করেছেন ৩৮ বলে। তার ইনিংসে চার ৩টি, ছক্কা ২টি। ম্যাক্সওয়েল ১৩ বলে করেন ২২ রান।

অস্ট্রেলিয়া ক্রিকেট অস্ট্রেলিয়া-ভারত সিরিজ ২০২০ বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট হার্দিক পান্ডিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর