কাল চট্টগ্রাম-খুলনার ‘হাইভোল্টেজ’ লড়াই
৭ ডিসেম্বর ২০২০ ২২:৫৫
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পয়েন্ট টেবিলে এককভাবে রাজত্ব করে আসছিল গাজী গ্রুপ চট্টগ্রাম। টুর্নামেন্টে নিজেদের প্রথম চার ম্যাচের প্রতিটিতেই জেতা চট্টগ্রাম টেবিলের শীর্ষ ছিল সেই শুরু থেকেই। তবে রোববার (৭ ডিসেম্বর) চট্টগ্রামের রাজত্বে ভাগ বসিয়েছে জেমকন খুলনা। শীর্ষে থাকা গাজী গ্রুপ চট্টগ্রামের পয়েন্ট ৮। মাহমুদউল্লাহ-সাকিব আল হাসানের জেমকন খুলনার পয়েন্টও এখন ৮। তবে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম। কাল মুখোমুখি হবে এই দুই দল।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই এমনিতেই বাড়তি আগ্রহের কারণ। মাশরাফি বিন মুর্ত্তজা আগ্রহটা বাড়িয়ে দিয়েছেন কয়েকগুন। চোটের কারণে টুর্নামেন্টের শুরু থেকে খেলতে পারেননি মাশরাফি। ফিট হয়ে যখন খেলার জন্য প্রস্তুত হলেন সাবেক সফল অধিনায়ককে পেতে টানাটানি লেগে গেল টুর্নামেন্টের পাঁচ দলের মধ্যে চার দলই। লটারির মাধ্যমে তাদের মধ্য থেকে মাশরাফিকে পেয়েছে খুলনা। কাল চট্টগ্রামের বিপক্ষে খেলার কথা রয়েছে মাশরাফির।
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন সেই মার্চে। জিম্বাবুয়ে সিরিজে অধিনায়কত্ব ছাড়ার পর প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছিলেন তিনি। তখনই করোনার আগমন। তারপর থেকেই মাঠের বাইরে ৩৭ বছর বয়সী তারকা। কাল ম্যাচের অনেকটা আলোই থাকবে মাশরাফির দিকে।
টুর্নামেন্টের শুরু থেকেই তাক লাগানো বোলিং করছেন চট্টগ্রামের বোলিং ডিপার্টমেন্ট। সঙ্গে ওপেনার লিটন দাস আছেন দারুণ ফর্মে। এদিকে, টুর্নামেন্টের শুরুতে সুবিধা করতে না পারলেও পরে ঠিকই ঘুড়ে দাঁড়িয়েছে সাকিব-মাহমুদউল্লাহদের তারকাখচিত খুলনা।
দিনের অপর ম্যাচে কাল ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। তামিম ইকবালের বরিশালের কাল অনেকটাই অস্তিত্ব রক্ষার লড়াই। পাঁচ ম্যাচ খেলে মাত্র ১টিতে জেতা দলটি পয়েন্ট টেবিলে সবার নিচে। কাল হেরে গেলে প্লে-অফের রাস্তা কঠিনই হয়ে পড়বে দলটির। রাজশাহী এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে জিতেছে দুটিতে।
গাজী গ্রুপ চট্টগ্রাম জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাশরাফি বিন মুর্ত্তজা