Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এজেন্ট জানালেন ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে হবে পগবাকে


৮ ডিসেম্বর ২০২০ ০৯:২২

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে কেবল ৮টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন পল পগবা। যার ভেতর পাঁচটিতে প্রধান একাদশে জায়গা মিলেছে আর তিনটিতে নেমেছেন বদলি হিসেবে। প্রথম সাত ম্যাচের একটিতেও গোল না পেলেও শনিবার অবশেষে গোলখরা কাটিয়েছেন এই ফ্রেঞ্চ তারকা। তবে গোল করেও খুশি নন পগবা এমনটাই জানান দিলেন পগবার এজেন্ট মিনো রাইলো। সম্প্রতি টুট্টোস্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে রাইলো জানান, পগবা সেখানে সুখী নয়, তাঁকে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে হবে।

বিজ্ঞাপন

পল পগবার সঙ্গে ম্যানচস্টার ইউনাইটেডের চুক্তি রয়েছে আগামি ২০২২ সালের জুন পর্যন্ত। অর্থাৎ এখনও প্রায় ১৮ মাসের বেশি তাঁর চুক্তির মেয়াদ। তবে এই মেয়াদ সম্পূর্ণ করার পক্ষে নয় পগবার এজেন্ট। তিনি চান এখনই পগবা ইউনাইটেড ছেড়ে যোগ দিক ইউরোপের অন্য কোনো জায়ান্ট ক্লাবে।

রাইলো বলেন, ‘পগবা ম্যানচেস্টার ইউনাইটেডে অসুখী। সে ইউনাইটেডে এখন আর আগের মতো গুরুত্বপূর্ণ অনুভব করছে না। তাঁকে ক্লাব বদলাতে হবে। আশেপাশের পরিবেশের পরিবর্তন প্রয়োজন তাঁর।’

পগবার এজেন্ট আরও যোগ করেন, ‘ওর এখনও দেড় বছর চুক্তির মেয়াদ রয়েছে। কিন্তু আমার মনে হয় সামনের দল বদলের মৌসুমেই পগবার নতুন ঠিকানায় নাম লেখানো দুই পক্ষের জন্যই ভালো হবে।’

রাইলো আরও জানিয়েছেন পগবার নতুন চুক্তি স্বাক্ষরের কোনো ইচ্ছা নেই। ২০১৬ সালে রেকর্ড ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইয়্যুভেন্তাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান এই ফ্রেঞ্চ তারকা।

এর আগে গত নভেম্বরে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম্প জানিয়েছিলেন পগবা ম্যানচেস্টার ইউনাইটেডে সুখী নন। তাঁর দল পালটানো উচিৎ বলেও সে সময় জানিয়েছিলেন দেশাম্প।

পগবাকে দলে ভেড়ানোর জিনেদিন জিদানের আকাঙ্খাটা কোনো গোপন তথ্য নয়। এমনকি পগবা নিজেও বেশ কয়েকবার রিয়াল মাদ্রিদে খেলার আশা প্রকাশ করেছেন।

ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ছাড়বেন পগবার এজেন্ট পল পগবা মিনো রাইলো ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর