Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনাকে হারিয়ে প্লে-অফে গাজী গ্রুপ চট্টগ্রাম


৮ ডিসেম্বর ২০২০ ২২:৪৫

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রামের মধ্যকার ম্যাচে আগ্রহের কেন্দ্রে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। প্রায় নয় মাস পর মাঠে ফিরে সাবেক সফল অধিনায়ক অবশ্য আহামরি কিছু করতে পারেননি। জেমকন খুলনার হয়ে চার নম্বরে ব্যাটিং করতে নেমে ১ বলে এক রান করে দুর্ভাগ্যবশত রান আউট হয়েছেন। বোলিংয়ে এক উইকেট পেয়েছেন ২৭ রান খরচায়। তার দল খুলনা জিততেও পারেনি। গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে ৩ উইকেটে হেরেছে তারকাসমৃদ্ধ দলটি।

বিজ্ঞাপন

ষষ্ঠ ম্যাচ খেলতে নামা চট্টগ্রামের এটা পঞ্চম জয়। পাঁচ জয়ে ১০ পয়েন্ট পাওয়া চট্টগ্রামের প্লে-অফ নিশ্চিত। টুর্নামেন্টে নিজেদের প্রথম চার ম্যাচ জিতে পঞ্চম ম্যাচে হেরেছিল গাজী গ্রুপ চট্টগ্রাম।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪৭ রানের জবাব দিতে নেমে শুরুটা প্রত্যাশিত হয়নি চট্টগ্রামের। দারুণ ফর্মে থাকা লিটন দাসকে (৪) আজ শুরুতেই ফিরিয়েছেন সাকিব আল হাসান। সেট হয়ে বড় ইনিংস খেলতে পারেননি মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ মিঠুনরাও।

দলীয় ১২০ রানের মাথায় চট্টগ্রাম যখন ষষ্ঠ উইকেট হারালো তখন স্বীকৃত ব্যাটসম্যান বলতে এক শামছুর রহমানই অপরাজিত ছিলেন। স্পিনার নাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে সেই শামছুরই বন্দরনগরীর দলটিকে জয়ের বন্দরে পৌছে দিয়েছেন। ৩০ বলে ৫ চার ১ ছয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন শামছুর। এছাড়া জয় ১৪ বলে ২৪ ও মিঠুন ২১ বলে ২৩ রান করেছেন। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৬২ রান তুলেছে চট্টগ্রাম।

খুলনার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও শুভাগত হোম। সাকিব চার ওভারে খরচ করেছেন ৩০ রান, শুভাগত ৩৪।

এর আগে শুভাগত হোমের শেষের ঝড়ে ১৫৭ রানের মাঝারি সংগ্রহ গড়েছিল জেমকন খুলনা। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা খুলনার স্কোরটা দেড়শ পেরুবে তা মনে হচ্ছিল না। দলটির বেশ কয়েকজন ব্যাটসম্যান উইকেটে সেট হয়েছেন। কিন্তু সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি একজনও। খুলনা ধুঁকেছে তাতেই।

চট্টগ্রামের দুই সেরা বোলার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম আজ একটু বেশিই খরুচে ছিলেন। তবে নিয়মিত উইকেট তুলে নিয়ে ঠিকই খুলনাকে চাপে রেখেছিলেন দুজন। মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। শরিফুল ইসলাম ৩৪ রানে নিয়েছেন তিন উইকেট। খুলনার পক্ষে সর্বোচ্চ স্কোরার শুভাগত হোমই। নয় নম্বরে ব্যাটিং করতে নেমে ১৪ বল খেলে ৬টি চার ১টি ছয়ে ৩২ রান করেছেন তিনি।

বিজ্ঞাপন

এছাড়া ওপেনার জহুরুল ইসলাম ও মাহমুদউল্লাহ ২৬ রান করে করেছেন। ২৩ রান করেছেন ইমরুল কায়েস। সাকিব আল হাসান ১৬ বল খেলে ১টি ছয়ে ১৫ রান করে আউট হয়েছেন।

গাজী গ্রুপ চট্টগ্রাম জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাশরাফি বিন মর্তুজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর