Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ণবাদের অভিযোগে স্থগিত পিএসজি-বাসাকসেহির ম্যাচ


৯ ডিসেম্বর ২০২০ ০৬:৫৭

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাসাকসেহিরের মাঠে আতিথ্য নেয় পিএসজি। তবে ম্যাচ জমে ওঠার আগেই স্থগিত হয়ে গেল। বাসাকসেহিরের খেলোয়াড়দের প্রতি বর্ণবাদি মন্তব্য করায় তাঁরা মাঠ ছেড়ে বেরিয়ে যায়।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে বাসাকসেহির। এই ম্যাচটি তাদের জন্য কেবল নিয়মরক্ষার। খেলার ১৪তম মিনিটের মাথায় তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন বাসাকসেহিরের সহকারী কোচ পিয়েরে ওয়েবোকে। তবে এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। টাচলাইনে দাঁড়িয়ে বর্ণবাদের অভিযোগ তোলেন ক্যামেরুনের সাবেক স্ট্রাইকার ওয়েবো। তার সঙ্গে যোগ দেন বাসাকসেহিরের অন্যান্য স্টাফ ও খেলোয়াড়রাও।

বিজ্ঞাপন

বিসিবি জানিয়েছে, চতুর্থ অফিসিয়ালের বিরুদ্ধে বর্ণবাদী ভাষা ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে বলে তাদের মনে হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে দুই দলের প্রধান কোচের সঙ্গে কথা বলেন রেফারি। লম্বা সময় ধরে আলোচনায় সমাধান না মেলায় রেফারিকে গালগাল দিতে দিতে মাঠ ছাড়েন বাসাকসেহিরের খেলোয়াড়রা। খানিক পর মাঠ ছাড়েন পিএসজির খেলোয়াড়রাও।

ইস্তানবুল দলের স্ট্রাইকার দেম্বা বাকে বলতে শোনা গেছে, ‘কেন, যখন একজন কালো মানুষকে ডাকতে তখন কেন তাকে কালো বলে ডাকতে হবে?

এদিকে পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিম্বেপবের বক্তব্য ক্যামেরায় ধরা পড়ে, তিনি বলেন, ‘সত্যিই উনি (চতুর্থ অফিসিয়াল) এই কথা বলেছে? ঠিক আছে, আমরা আর মাঠ ত্যাগ করব। আমরা এখনই মাঠ ত্যাগ করব।’

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়্যেপ এরদোয়ান এক বার্তার জানিয়েছেন, ‘ইউয়েফার যথাযথ পদক্ষেপ নেওয়া উচিৎ। আমরা সব সময় বর্ণবাদ ও নিপীড়নের বিরুদ্ধে।’

বিজ্ঞাপন

এদিকে ইউয়েফা জানিয়েছে এই ঘটনায় ‘ই দলের সঙ্গে আলোচনার পর ভিন্ন একজন চতুর্থ অফিসিয়ালকে নিয়ে ম্যাচ চালানোর সিদ্ধান্ত হয়েছে। উয়েফা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে।

ম্যাচ অফিসিয়ালরা জানিয়েছে এই খেলাটি বুধবার (৯ ডিসেম্বর) আবারও অনুষ্ঠিত হবে।

খেলা স্থগিত হওয়ার পর পিএসজি তারকা কিলিয়ান এমবাপে টুইট করে লিখেছেন, ‘ওয়েবো আমরা তোমার পাশে আছি।’

এই ম্যাচে ফলাফল যদিও পিএসজির পরের রাউন্ডে যাওয়া নিয়ে কোনো বাধার সৃষ্টি করবে না। কেননা গ্রুপের অপর ম্যাচে লাইপজিগের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের হারে পিএসজির পরের রাউন্ডে খেলা নিশ্চিত হয়ে গেছে।

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ খেলা স্থগিত চতুর্থ ম্যাচ অফিসিয়ালস পিএসজি বনাম বাসাকসেহির বর্ণবাদ বর্ণবাদী আচরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর