এগিয়ে গেল বঙ্গবন্ধু টি-টোয়েন্টির সময়
৯ ডিসেম্বর ২০২০ ১৫:২৫
কুয়াশার দাপটে এগিয়ে গেল বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের সময়। আগের সূচিতে ম্যাচগুলো যে সময়ে অনুষ্ঠিত হয়েছে নতুন সূচি অনুযায়ী তার চেয়ে এক ঘণ্টা আগে অনুষ্ঠিত হবে।
আগের ঘোষিত সূচি অনুযায়ী শুক্রবার ছাড়া দিনের প্রথম ম্যাচ মাঠে গড়িয়েছে দুপুর দেড়টায় ও শেষ হয়েছে বিকেল ৪টা ৫০ মিনিটে। আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ছ’টায় শুরু হয়ে চলেছে রাত ৯টা ৫০ অবধি। কিন্তু নতুন সূচী অনুযায়ী দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায় ও শেষ হবে বিকেল ৩টা ৫০ মিনিটে। আর দ্বিতীয় ম্যাচ বিকেল সাড়ে ৫টায় শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ৫০ মিনিটে।
এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ারও একই সময়ে অনুষ্ঠিত হবে। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৫০মিনিটে।
বুধবার (৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
এদিকে টুর্নামেন্টের সময় এগিয়ে আনা প্রসঙ্গে বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টেকনিক্যাল কমিটির আহবায়ক মোহাম্মদ জালাল ইউনুস সারাবাংলাকে জানালেন, ‘কুয়াশার কারণেই ম্যাচ এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।’