Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেভাবে বিধ্বংসী হলেন ইমন


৯ ডিসেম্বর ২০২০ ২০:২০

তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন সাধারণত চালিয়ে খেলতেই পছন্দ করেন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম দুই ম্যাচে বেশ আক্রমনাত্মক দেখাও গেল তাকে। কিন্তু পরে কেমন জানি খোলসবন্দি হয়ে পড়লেন! গত ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরির আগে ইমানের তিনটি ইনিংস যথাক্রমে ১১ (১৬ বলে), ০ (১ বলে) ও ১৯ (২৬ বলে)। বড় ইনিংস খেলতে পারছিলেন না আবার রানের চেয়ে বল নষ্ট করছিলেন বেশি। ১৮ বছর বয়সী সেই ছেলেটিই গতকাল মাত্র ৪২ বলে করেছেন ঠিক ১০০ রান।

বিজ্ঞাপন

ইমনের রেকর্ড গড়া ইনিংসে চার ৯টি, ছক্কা ৭টি। ঘরোয়া ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ৪২ বলে সেঞ্চুরির এই ইনিংসটি। তার বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে মিনিস্টার গ্রু রাজশাহীর দেওয়া ২২০ রানের টার্গেট পেরিয়েছে ফরচুন বরিশাল। খোলসবন্দি হয়ে পড়া ইমন হঠাৎ-ই কীভাবে এতোটা বিধ্বংসী হতে পেরেছিলেন?

ফরচুন বরিশালের টিম ম্যানেজার হাসিবুল হোসেন শান্ত জানালেন সেই রহস্য। ইমন নাকি নিজের ক্রিকেটটা খেলতে পারছিলেন না। ম্যানেজারের কাছে অভিযোগও করেছিলেন। পরে ম্যানেজার ও অধিনায়ক তামিম ইকবাল মিলে অভয় দিলেন, ‘তুমি তোমার নিজের ক্রিকেটটাই খেলো’। তাতেই বাজিমান ইমনের।

হাসিবুল হোসেন শান্ত এ বিষয়ে বলছিলেন, ‘আসলে ওর (ইমন) সাথে আমার সকালে (গতকাল) কথা হয়েছিল। তখন আমাকে বলল তাকে ফ্রি খেলতে দেওয়া হচ্ছে না। তো আমি জিজ্ঞাস করলা কে তোমাকে ফ্রি খেলতে দিচ্ছে না? এরপর আমি তামিমকে বললাম ওকে একটু ফ্রি খেলতে দাও, ওকে ওর মত খেলতে দাও। তামিম যখন বলল তুমি খেল তোমার মত। তামিম বলার পর ওর ভেতরে যে উৎসাহ জেগেছে সেখান থেকে ওর এমন এই ইনিংস, আমার কাছে যেটা মনে হয়।’

বরিশাল ম্যানেজার বললেন, ‘আমি ওকে অনূর্ধ্ব-১৭ থেকে দেখছি। ন্যাচারালি কিন্তু ও এ ধরনের ক্রিকেটই খেলে। এখানে সে আরও বেটার ক্রিকেট খেলছে। কিছু শট যেমন ছক্কা যেগুলো মেরেছে সবগুলোতেই সুন্দর কানেক্ট করতে পেরেছে। এটা ও ধরে রাখতে পারলে পরবর্তী ম্যাচের জন্য আমাদের বাড়তি পাওয়া হবে।’

বাংলাদেশের উইকেটে টি-টোয়েন্টিতে ২২০ পেরিয়ে জেতা চাট্টিখানি কথা নয়। ইমনের ঝড়ের দিনে বরিশাল সেটা করে দেখিয়েছে কাল। কিভাবে সম্ভব হলো? এমন প্রশ্নে হাসিবুলের উত্তর, ‘আমাদের আসলে হারানোর কিছু ছিল না। ২২০ তাড়ায় প্রথম ৬ ওভারে যদি আমরা ভালো কিছু করতে পারি তাহলে সুযোগ থাকে। তারপরও ২২০ অনেক রান ছিল। এক্সট্রা অর্ডিনারি ব্যাটিং করেছে ইমন, সাইফ হাসানও ভালো একটা শুরু এনে দিয়েছিল। যে কারোণে আমরা ২২০ তাড়া করতে পেরেছি। আর তামিমের ৩৭ বলে ৫৭ রানের ইনিংসটিও দলের অনেক উপকারে এসেছে। ব্যাটিংয়ের ক্ষেত্রে যেটা চেয়েছিলাম সেটা করতে পেরেছে সবাই। ইমন এক্সিলেন্ট। এমন ইনিংস একজন না খেললে জেতা কঠিন ছিল।’

বিজ্ঞাপন

তামিম ইকবাল পারভেজ হোসেন ইমন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর