Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কায় সিরিজ, ইংল্যান্ডের সফর


১৫ মার্চ ২০১৮ ২১:৪০

সারাবাংলা ডেস্ক

 

তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলতে অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। শ্রীলঙ্কার মাটিতে ১১ বছরে মধ্যে প্রথমবারের মতো তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংলিশরা।

সবগুলো ম্যাচ শ্রীলঙ্কার ডাম্বুলা, গল, ক্যান্ডি ও কলম্বোতে অনুষ্ঠিত হবে। লঙ্কানদের মাটিতে ১০ অক্টোবর থেকে শুরু হয়ে সিরিজের শেষ হবে ২৭ নভেম্বর।

১০ অক্টোবর ডাম্বুলায় প্রথম ওয়ানডে দিয়ে সিরিজের শুরু হবে। একই মাঠে ১৩ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে, ১৭ অক্টোবর পাল্লেকেলে তৃতীয়, ২০ অক্টোবর একই মাঠে চতুর্থ এবং ২৩ অক্টোবর কলম্বোয় (ক্ষেত্ররামা) পঞ্চম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর কলম্বোয় (ক্ষেত্ররামা)।

৬ নভেম্বর গলে শুরু হবে প্রথম টেস্ট, এরপর পাল্লেকেলেতে ১৪ নভেম্বর দ্বিতীয় টেস্ট এবং ২৩ নভেম্বর সিরিজের শেষ টেস্ট শুরু হবে কলম্বোর এসএসসিতে।

শ্রীলঙ্কার মাটিতে এর আগে ইংল্যান্ড সর্বশেষ টেস্ট খেলেছিল ছয় বছর আগে ২০১২ সালে। সেবার দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল। এর আগে দুই দলের মধ্যকার সর্বশেষ তিন টেস্টের সিরিজ হয়েছিল ২০০৭ সালে।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর