Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপরাজিত থেকেই পরের রাউন্ডে বায়ার্ন


১০ ডিসেম্বর ২০২০ ০৪:০২

ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় লোকোমোটিভকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে অপরাজিত থেকেই পরের রাউন্ডে বায়ার্ন মিউনিখ। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগেই চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব ১৬ নিশ্চিত করেছিল বায়ার্ন। এদিকে বায়ার্ন মিউনিখের সঙ্গী হিসেবে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে নাম লিখিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সালজবুর্গকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো।

আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় রবার্ট লেভান্ডোফস্কিসহ বেশ কিছু প্রধান একাদশের খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন বায়ার্ন কোচ হানসি ফ্লিক। তাই তো লোকোমোটিভের বিপক্ষে খেলার প্রথমার্ধে দেখা মেলেনি কোনো গোলের। এর আগে গ্রুপ পর্বের প্রথম পাঁচ ম্যাচে বায়ার্নের মোট গোলের সংখ্যা ১৬টি। এই ম্যাচে দুই গোল করে এই সংখ্যাটিকে ১৮তে নিয়ে গেছে বাভারিয়ানরা।

বিজ্ঞাপন

প্রধান একাদশের বেশ কিছু খেলোয়াড় বিশ্রামে থাকায় আক্রমণে কিছুটা ভুগতে হয়েছে বাভারিয়ানদের। তাই তো ম্যাচের ৩০ মিনিটের মাথায় প্রথম গোলের বড় সুযোগ তৈরি করতে পারে বায়ার্ন। তবে তা রুখে দেন লোকোমোটিভ গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতেই থমাস মুলারকে তুলে নিয়ে সার্জ গ্ন্যাব্রিকে মাঠে নামান বায়ার্ন বস। আর মাঠে নেমেই আক্রমণভাগের চিত্র পাল্টে দেন তিনি।

তবে ম্যাচে প্রথম গোলের দেখা পেতে বায়ার্নকে অপেক্ষা করতে হয় খেলার এক ঘণ্টা পর্যন্ত। ৬১ মিনিটের মাথায় ডগলাস কস্টার অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান নিকোলাস সুলে। আর বায়ার্ন এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে। এরপর ম্যাচের ৮০ মিনিটের মাথায় গ্ন্যাব্রির অ্যাসিস্ট থেকে স্কোরশিটে নাম লেখান চুপো মোটিং। আর তাতেই ২-০ গোলের জয় নিশ্চিত হয় বায়ার্নের।

বিজ্ঞাপন

গ্রুপের অপর ম্যাচে এফসি সালজবুর্গকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে অ্যাটলেটিকো মাদ্রিদ। মাদ্রিদের ক্লাবটির হয়ে গোল দুটি করেন যথাক্রমে মারিও হারমোসো  আর ইয়ানিক কারাস্কো।

গ্রুপ পর্বের ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জয় আর একটিতে ড্র করে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ করেছে বায়ার্ন। আর দুই জয়, তিন ড্র ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে শেষ ষোল’তে অ্যাটলেটিকো মাদ্রিদ।

২০২০/২১ মৌসুম ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ বায়ার্ন মিউনিখ বনাম লোকোমোটিভ সালজবুর্গ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর