স্টাফ করেসপন্ডেন্ট
এশিয়ান গেমসের বাছাইপর্বের সেমি ফাইনালে লঙ্কানদের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ হকি দল। শেষ মুহুর্তের গোলে ফাইনাল নিশ্চিত করেছে মাহবুব হারুনের শিষ্যরা।
আজ বৃহস্পতিবার ওমানের সুলতান কাবুস কমপ্লেক্সে সেমি ফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচের শুরু থেকে যদিও ম্যাচের নাটাই জিমিদের হাতেই ছিল। তবে, ম্যাচের ৩৪ মিনিটে সুদুসিঙ্গে সান্দারিয়ানের গোলে এগিয়ে যায় লঙ্কানরা। ৪৯ রোমান সরকার বাংলাদেশকে সমতায় ফেরান। তার দুই মিনিট পরে আবারও এগিয়ে যায় লঙ্কানরা। ৫১ মিনিটে পিসি থেকে গোল করেন।
তার এক মিনিট পরেই বাংলাদেশকে সমতায় ফেরায় রোমান। এবার পিসি থেকে গোল করেন তিনি।।
ম্যাচ শেষ হয়ে যাচ্ছিল। শেষ বাশি বাজার অপেক্ষা। ৫৮ মিনিটে নিলয়ের গোলে ফাইনালে চলে যায় জিমি-চয়নরা।
ওমান আর থাইল্যান্ড ম্যাচের জয়ীকে ফাইনালে পাচ্ছে লাল – সবুজ জার্সিধারীরা।
সারাবাংলা/জেএইচ/এসএন