Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাব্বিরের ফিফটি, ঢাকার ১৭৯


১০ ডিসেম্বর ২০২০ ১৪:৪৬ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১৪:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুরুর দিকে রানের জন্য হাঁসফাঁস করেছে দলগুলো। তবে এই পর্যায়ে এসে রানের দেখা মিলছে। একদিন আগে মিনিস্টার গ্রুপ রাজশাহীর ২২০ রানের টার্গেট পেরিয়েছে ফরচুন বরিশাল। আজ বড় রান পেলো বেক্সিমকো ঢাকাও। জেমকন খুলনার বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ১৭৯ রান তুলেছে মুশফিকুর রহিমের দল।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেয়েছে ঢাকা। দিনকে দিন নিজেকে হারিয়ে ফেলা সাব্বির রহমান ওপেনিংয়ে দারুণ এক ইনিংস খেলেছেন। তরুণ নাঈম শেখও রান পেয়েছেন। দুজনের ওপেনিং জুটি ছিল ৪১ রানের।

বিজ্ঞাপন

নাঈম ১৭ বলে ৫ ছয়ে ৩৬ করে ফিরে তিনে এসে হাল ধরেন তরুণ আল-আমিন। দ্বিতীয় উইকেটে ৬৪ রানের জুটি গড়েন আল-আমিন ও সাব্বির। ফর্মে থাকা মুশফিকুর রহিম (৩) আজ রান পাননি। তবে শেষ দিকে ঝড় তুলেছিলেন তরুণ আকবর আলি। ঢাকার বড় সংগ্রহ নিশ্চিত হয়েছে তাতেই।

সাব্বির ৩৮ বলে ৫টি চার ৩টি ছয়ে ৫৬ রান করেন। আল-আমিন ২৫ বলে ৪টি চার ১টি ছয়ে ৩৬ রান করেছেন। আকবর শেষ দিকে মাত্র ১৪ বলে ১ চার ৪ ছয়ে ৩১ রান করেছেন। খুলনার হয়ে ৩১ রানে দুই উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম। মাশরাফি বিন মুর্তজা ৪ ওভারে ২৬ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন নাজমুল ইসলাম, হাসান মাহমুদও।

জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বেক্সিমকো ঢাকা

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর