Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষ্প্রভ সাকিব


১০ ডিসেম্বর ২০২০ ১৬:৩৬ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১৮:৩৫

ক্রিকেট বোদ্ধারা বলছিলেন, এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আসার পর সাকিব আল হাসানের পারফরম্যান্সের মূল্যায়ন করতে নুন্যতম পাঁচটি ম্যাচ দেখতে হবে। কিন্তু বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে তিনি ম্যাচ খেললেন আটটি। অথচ থাকলেন নিজের ছায়া হয়ে। একটি ম্যাচও সাকিবময় করে তুলতে পারলেন না।

বঙ্গবন্ধু টি টোয়েন্টি শুরুর আগে সবটুকু আলোই তার উপরে ছিল। আইসিসি’র নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠের লড়াইয়ে ‘সুপারম্যান’ সাকিব আল হাসান ব্যাটে-বলে কেমন করেন তা দেখতেই সবাই মুখিয়ে ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ফেরাটা তার প্রত্যাশিত হলো না। লিগ পর্বের খেলায় ব্যাট হাতে যেমন নিস্প্রভ থাকলেন, বোলিংয়েও তাই।

বিজ্ঞাপন

জেমকন খুলনার জার্সিতে লিগ পর্বে ৮ ম্যাচে ব্যাটিং থেকে সংগ্রহ করেছেন ৮২ রান। ম্যাচ প্রতি রান গড় ১০.২৫। সমান সংখ্যক ম্যাচে উইকেট সংখ্যা মাত্র ৫টি। গড়ও ভীষণ দৃষ্টিকটু, ৩৪.৪০। ইকোনোমনি রেট ৫.৭৩ হলেও টুর্নামেন্টের মানদন্ডে তা মোটেও প্রশংসনীয় নয়। কারণটিও সঙ্গত, লিগ পর্বের দুই একটি ম্যাচ বাদ দিলে বাদবাকি সবকটিই ছিল লোং স্কোরিং ম্যাচ। সেখানে এমন ইকোনমি রেট তার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে বৈকি।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে দেশ সেরা অলরাউন্ডারেরএমন পারফরম্যান্স বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের জন্য নিঃসন্দেহে ভাবনার কারণ। যার কাঁধে অতল ভরসা রেখে তারা ক্যারিবীয় বধের নীল নকশা আঁকবেন সেই তিনিই যদি ৮ ম্যাচ দিয়েও প্রত্যাশিত ফর্মে ফিরতে না পারেন তা সন্দেহাতীতভাবেই বড় দুশ্চিন্তার কারণ।

অথচ তাকে ছন্দে ফেরাতে জেমকন খুলনার সব আয়োজনই দেখা গেছে। যেহেতু লম্বা সময় মাঠের বাইরে ছিলেন তাই ব্যাটিং নিয়মিতই তিনে খেলিয়েছে। কোন কোন ম্যাচে ওপেনিংও দেখা গেছে। কিন্তু কোন ম্যাচেই টিম ম্যানেজমেন্টের ভরসার প্রতিদান দিতে পারেননি।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু টি টোয়েন্টিতে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকা বেক্সিমকোর বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ পর্বের খেলা শেষ করল জেমন খুলনা, করলেন সাকিবও। যেহেতু টুর্নামেন্টের শেষ চার তাদের আগেই নিশ্চিত হয়ে গেছে সেহেতু প্লে অফ ও ফাইনাল মিলে তার নুন্যতম ১টি ম্যাচ খেলার সুযোগ আছে। এই ক্ষেত্রে সমীকরণটি এমন, যদি তারা এলিমিনেটর খেলে এবং হেরে যায় তাহলে ওই একটি ম্যাচ। আর যদি জিতে যায় সেক্ষেত্রে ফাইনালসহ দুটি।

কাজেই পরের পর্বে তিনি কী করেন এখন সেটাই দেখার অপেক্ষা।

জেমকন খুলনা টপ নিউজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বেক্সিমকো ঢাকা সাকিব আল হাসান

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর