বরিশালকে ১৪৯ রানে আটকে রাখল গাজী গ্রুপ চট্টগ্রাম
১০ ডিসেম্বর ২০২০ ১৯:২৫
প্লে-অফ নিশ্চিত হয়েছে আগেই। ফলে সেরা একাদশের ৪ জন ক্রিকেটারকে বিশ্রামে রেখে মাঠে নেমেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। বিশ্রামের তালিকায় টুর্নামেন্টের শীর্ষ দুই বোলার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামও আছেন। তবুও প্রতিপক্ষকে দেড়শর আগে আটকে রাখল গাজী গ্রুপ চট্টগ্রাম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ১৮তম ম্যাচে ফরচুন বরিশালকে ১৪৯ রানে আটকে রেখেছে চট্টগ্রাম।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের শুরুটা কিন্তু উড়ন্তই হয়েছিল। তবে পরে সেই গতিটা আর ধরে রাখতে পারেনি তামিম ইকবালের দল।
তরুণ সাইফ হাসান আর তামিম ইকবালের ওপেনিং জুটিতে উঠেছে ৮৭ রান। সাইফ শুরু থেকেই চালিয়ে খেলেছেন। তামিম উইকেট ধরে এগুলেও সুযোগ মতো রান তুলেছেন। তবে দারুণ শুরু পাওয়া বরিশালের পক্ষে এক আফিফ হোসেন ধ্রুব ছাড়া কেউই দাঁড়াতে পারলেন না।
সাইফ ৩৩ বলে ৬ চার ২ ছয়ে ৪৬ রান করেছেন। ৩৯ বলে ৫ চারে ৪৩ রান করেছেন তামিম। আফিফ পাঁচে নেমে ১৬ বলে ৩টি চার ১টি ছয়ে ২৮ রান করেছেন। ২০ ওভারে ৬ উইকেটে ওই ১৪৯ রান তোলে বরিশাল।
অন্যদের বিশ্রামের কারণে সুযোগ পেয়ে চট্টগ্রামের হয়ে দারুণ বোলিং করেছেন তরুণ স্পিনার সঞ্জিত সাহা। ৪ ওভারে ২২ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন সঞ্জিত। দুটি করে উইকেট পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও জিয়াউর রহমানও।