Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ম্যাচ হেরে দুই ধাপ পেছালো বাংলাদেশ


১১ ডিসেম্বর ২০২০ ১৭:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের একটিতে জয় অপরটিতে ড্র করে ফিফা র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। তবে উন্নতিটা ধরে রাখতে পারল না জামাল ভূঁইয়ার দল। কদিন আগে কাতারের বিপক্ষে হারা বাংলাদেশ আবারও পিছিয়েছে দুই ধাপ।

নেপালকে হারিয়ে র‌্যাংকিংয়ে ১৮৪ নম্বরে উঠেছিল বাংলাদেশ। ফিফার সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮৬ নম্বরে।

গত ৪ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের লড়াইয়ে বাংলাদেশকে ৫-০ গোলে হারায় কাতার। করোনা বিরতির পর এটা ছিল বাংলাদেশ দলের তৃতীয় ম্যাচ। তার আগে নেপালের বিপক্ষে একটি ম্যাচ ২-০ ব্যবধানে জিতেছিল জামালের দল। অন্যটি গোলশূন্য ড্র হয়েছিল।

বিজ্ঞাপন

র‌্যাংকিংয়ের শীর্ষাবস্থানে কোনো পরিবর্তন হয়নি। সবার ওপরে যথারীতি বেলজিয়াম। এক থেকে সাত নম্বর পর্যন্ত অপরিবর্তিত অবস্থানে আছে যথাক্রমে বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন ও আর্জেন্টিনা।

ফিফা ফিফা র‍্যাংকিং বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ফুটবল দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর