Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফার বর্ষসেরার তালিকায় মেসি-রোনালদোর সঙ্গী লেভান্ডোফস্কি


১২ ডিসেম্বর ২০২০ ০৯:১৫

ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ঘোষণা হবে আগামি ১৭ ডিসেম্বর। তবে তার আগে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ঘোষণা করলো বর্ষসেরাদের সংক্ষিপ্ত তালিকা। এবার এই সংক্ষিপ্ত তালিকায় আছেন বরাবরের মতো লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানো রবার্ট লেভান্ডোফস্কি। তবে এই তালিকায় জায়গা হয়নি পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো নেইমার জুনিয়রের আর ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনের। ম্যানুয়েল নয়্যার ও থমাস মুলারের এই সংক্ষিপ্ত তালিকায় জায়গা না হওয়ায় অবাক হয়েছেন অনেকেই।

বিজ্ঞাপন

বায়ার্নের হয়ে গেল মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে রবার্ট লেভান্ডোফস্কির। জার্মান লিগ, চ্যাম্পিয়নস লিগ ও জার্মান কাপ জিতে পূর্ণ করেছেন ইউরোপিয়ান ট্রেবল। সেই সঙ্গে ব্যক্তিগত অর্জনের ঝুলিতে আছে জার্মান লিগে ৩১ ম্যাচে ৩৪ গোল আর চলতি মৌসুমে এরই মধ্যে ৯ ম্যাচে ১২টি গোল। চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে গোল করেছেন ১৫টি, এবার গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৩টি।

অন্যদিকে সেরা তিনে থাকা লিওনেল মেসি লিগে গত মৌসুমে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। আর এই মৌসুমে গোলের সামনে মেসির কাটছে বেশ বাজে সময়, ১০ ম্যাচে নামের পাশে আছে মাত্র ৪টি গোল। গত মৌসুমে মেসি চ্যাম্পিয়নস লিগে ৮ ম্যাচে করেছিলেন ৩ গোল, এবার ৪ ম্যাচেই করেছেন ৩ গোল। গত মৌসুমে শিরোপা শূন্য মৌসুমও কেটেছে বার্সার।

ইতালিতে জুভেন্টাসকে সিরি আ জেতাতে বড় ভূমিকা রেখেছেন রোনালদো। নামের পাশে ছিল লিগে ৩১টি গোলও। গেল মৌসুমের চেয়ে এবার আরও দুর্দান্ত রোনালদো ইতোমধ্যেই ৬ ম্যাচ খেলে করেছেন ৮টি গোল। চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে রোনালদো ৮ ম্যাচে করেছিলেন ৪ গোল, এবার ৪ ম্যাচেই ৪ গোল।

তবে এই তিনের পারফরম্যান্সের পাশাপাশি নেইমার জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্সও তর্কের বাইরে রাখার মতো নয়। পিএসজিকে ঘরোয়া লিগ জিতিয়েছেন আর তুলেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও, সেই সঙ্গে ছিল ঘরোয়া কাপও। লিগে গত মৌসুমে ১৫ ম্যাচে ১৩ গোল নেইমারের, এবার ৬ ম্যাচে ৩ গোল। চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে নেইমারের গোল ছিল ৭ ম্যাচে ৩টি, এবার ৫ ম্যাচে ৬টি!

সেরা তিনে থাকা একমাত্র খেলোয়াড় লিওনেল মেসির যিনি কোনো শিরোপা না জিতেও এই তালিকায় জায়গা করে নিয়েছেন।

বিজ্ঞাপন

ছেলেদের ফুটবলে বর্ষসেরার পাশাপাশি মনোনয়ন চূড়ান্ত হয়েছে মেয়েদের ফুটবলে বর্ষসেরা খেলোয়াড়, ছেলে ও মেয়েদের ফুটবলে বর্ষসেরা গোলরক্ষক, বর্ষসেরা কোচও।

সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় নেই রিয়াল মাদ্রিদকে লা লিগা জেতানো জিনেদিন জিদান। তাঁর অধিনেই গেল মৌসুমে ইউরোপের সেরা রক্ষণভাগ গড়ে তোলা লস ব্ল্যাঙ্কোস কোচকে তালিকায় না দেখে অবাক হয়েছেন অনেকেই। আর তাঁর থেকেও বেশি অবাক লিডস ইউনাইটেডকে ইংল্যান্ডের প্রথম বিভাগের লিগে তুলে আনা মার্সেলো বিয়েলসার মনোনয়নে। বিয়েলসার সঙ্গে এই তালিকায় আরও আছেন লিভারপুলকে ২০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জেতানো ইয়্যুর্গেন ক্লপ আর বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো হানসি ফ্লিক।

সেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা (পুরুষ):

বর্ষসেরা ফুটবলার

  • রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন মিউনিখ/পোল্যান্ড)
  • লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা)
  • ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস/পর্তুগাল)

বর্ষসেরা গোলরক্ষক

  • আলিসন বেকার (লিভারপুল/ ব্রাজিল)
  • মানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ/ জার্মানি)
  • ইয়ান অবলাক (অ্যাটলেটিকো মাদ্রিদ/ স্লোভেনিয়া)

বর্ষসেরা কোচ

  • হানসি ফ্লিক (বায়ার্ন মিউনিখ/জার্মানি)
  • ইয়ুর্গেন ক্লপ (লিভারপুল/জার্মানি)
  • মার্সেলো বিয়েলসা (লিডস ইউনাইটেড/আর্জেন্টিনা)

সেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা (মেয়ে):

বর্ষসেরা খেলোয়াড়

  • লুসি ব্রোঞ্জ (লিওঁ/ ম্যান সিটি/ ইংল্যান্ড)
  • পেরনিল হার্ডার (ভলফসবুর্গ/ চেলসি/ ডেনমার্ক)
  • ওয়েনডি রেনার্ড (লিওঁ/ ফ্রান্স)

বর্ষসেরা গোলরক্ষক

  • সারা বুহাদ্দি (লিওঁ/ ফ্রান্স)
  • ক্রিস্টিয়ান এন্ডলার (পিএসজি/ চিলি)
  • অ্যালিসা নেহের (শিকাগো/ যুক্তরাষ্ট্র)

বর্ষসেরা কোচ

  • এমা হায়েস (চেলসি/ ইংল্যান্ড)
  • জাঁ-লুক ভাসো (লিওঁ/ ফ্রান্স)
  • সারিয়া ভাইগমান (হল্যান্ড জাতীয় দল)

পুসকাস অ্যাওয়ার্ড (সেরা গোল):

  • জর্জিয়ান দে আরাসকেতা (ফ্ল্যামেঙ্গো/উরুগুয়ে)
  • সন হিউং মিন (টটেনহাম/দক্ষিণ কোরিয়া)
  • লুইস সুয়ারেজ (বার্সেলোনা/ আতলেতিকো/উরুগুয়ে)

ক্রিস্টিয়ানো রোনালদো ফিফা বর্ষসেরা ফুটবলার বর্ষসেরা ফুটবলার রবার্ট লেভান্ডোফস্কি লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর