Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজী গ্রুপ চট্টগ্রামকে আগে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী


১২ ডিসেম্বর ২০২০ ১২:০৮

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে উড়ন্ত পারফরম্যান্স দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে গাজী গ্রুপ চট্টগ্রাম। শনিবার (১২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মিনিস্টার রাজশাহীর বিপক্ষে দ্বিতীয় বার মাঠে নামছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এদিন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে গাজী গ্রুপ চট্টগ্রামকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েন।

খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে। দুই দলের প্রথম দেখায় নাটকীয়ভাবে এক রানের ব্যবধানে রাজশাহীকে হারিয়েছিল গাজী গ্রুপ চট্টগ্রাম।

পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্লে-অফ নিশ্চিত করেছে তিন দল। সবার আগে প্লে-অফের টিকিট কেটেছে দুর্দান্ত ফর্মে থাকা গাজী গ্রুপ চট্টগ্রাম। তারপর যথাক্রমে জেমকন খুলনা ও বেক্সিমকো ঢাকা। বাকি দুই দল মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশালের মধ্যে একদল হবে প্লে-অফের চতুর্থ দল।

রাজশাহী, বরিশাল দু’দলের পয়েন্টই এখন সমান। সাত ম্যাচ খেলে দুটি করে জিতে ৪ পয়েন্ট দুই দলের। অর্থাৎ কাল কোনো এক দল জিতলে অন্য দল হারলে জেতা দলের প্লে-অফ নিশ্চিত। আর দুই দলই জিতলে বা হারলে রান রেটের হিসেবে এগিয়ে থাকা দল যাবে শেষ চারে।

গাজী গ্রুপ চট্টগ্রাম: লিটন দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও রাকিবুল হাসান।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: নাজমুল হোসেন শান্ত, আনিসুল ইসুলাম ইমন, রনি তালুকদার, মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, ফজলে মাহমুদ, মুকিদুল ইসলাম আরাফাত সানি, রেজাউর রহমান এবং সানজামুল ইসলাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম জেমকন খুলনা চট্টগ্রাম বনাম রাজশাহী টস বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর