Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও ফলোঅনের মুখে উইন্ডিজ


১২ ডিসেম্বর ২০২০ ১২:৩৬

প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই আবারও ফলোঅনের মুখে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে নিউইজিল্যান্ডের ৪৬০ রানের পাহাড়সম রানের জবাবে ব্যাট করতে নেমে ১২৪ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে উইন্ডিজ। দুই উইকেট হাতে রেখে ফলোঅন এড়াতে উইন্ডিজের তুলতে হবে কমপক্ষে আরও ১৩৬ রান।

দ্বিতীয় দিনে ৬ উইকেটে ২৯৪ রান স্কোরবোর্ডে নিয়ে খেলতে নামে নিউজিল্যান্ড। এরপর হেনরি নিকোলসের ক্যারিয়ার সেরা ১৭৪ রানের ইনিংস শেষ দিকে নেইল ওয়াগনারের ঝড়ো অপরাজিত ৬৬ রানে ভর করে ৪৬০ রান তোলে কিউইরা। উইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল ও আলজাঋ জোসেপ। আর দুটি করে উইকেট নেন কেমার হোল্ডার এবং রসটন চেজ।

বিজ্ঞাপন

৪৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিউইদের পেস তোপে বিধ্বস্ত ক্যারিবিয়রা। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ক্রেগ ব্র্যাথওয়েটকে (০) তুলে বেব টিম সাউদি। এরপর দলীয় ২২ রানে ড্যারেন ব্রাভোকে (৭) কট অ্যান্ড বোল্ড করেন সাউদি। সাউদি দুই উইকেট তুলে নেওয়ার পর কাইল জেমিসন টানা দুই বলে জন ক্যাম্পবেল (১৪) ও রসটন চেজকে (০) তুলে নিলে দলীয় ২৯ রানে উইন্ডিজ হারায় চার ব্যাটসম্যানকে।

এরপর ৫ম উইকেটে শামরাহ ব্রুকস এবং জারমেইন ব্ল্যাকউড মিলে প্রতিরোধ গড়েন। এই জুটিতে উইন্ডিজ তোলে ৬৮ রান। তবে দলীয় রান শতক ছোঁয়ার আগে শামরাহ ব্রুকস ৯২ বলে ১৪ রানের ইনিংস খেলে জেমিসনের বলে বোল্ড হয়ে ফেরেন। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে উইন্ডিজের ব্যাটিং অর্ডার। দলীয় ১১১ রানে জার্মেইন ব্ল্যাকউড (৬৯), ১১৭ রানে জেসন হোল্ডার (৯) ও আলজাররি জোসেপ (০) ফিরলে ফলোঅনের দিকে আরও এক ধাপ এগিয়ে যায় উইন্ডিজ।

বিজ্ঞাপন

জশুয়া ডা সিলভা ও কেমার হোল্ডাড় মিলে দিনের বাকি সময়টা কাটিয়ে দেয়। দিন শেষে কাইল জেমিসনের ৫ উইকেট ও টিম সাউদির ৩ উইকেট তুলে নেওয়ায় ৮ উইকেট হারিয়ে ১২৪ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় দিনের খেলা। ফলোঅন এড়াতে উইন্ডিজের এখনও প্রয়োজন ১৩৬ রান হাতে আছে দুটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

নিউজিল্যান্ড: ৪৬০/১০, ১১৪ ওভার, (হেনরি নিকোলস ১৭৪; নেইল ওয়াগনার ৬৬*; উইল ইয়ং ৪৩; ড্রায়েল মিচেল ৪২), (শ্যানন গ্যাব্রিয়েল ৩/৯৩; আলজাররি জোসেপ ৩/১০৯; কেমার হোল্ডার ২/১১০; রসটন চেজ ২/৫৪)

ওয়েস্ট ইন্ডিজ: ১২৪/৮, (ব্ল্যাকউড ৬৯; শামরাহ ব্রুকস ১৪; জশুয়া ডা সিলভা ২*; কেমার হোল্ডার ৫*), (কাইল জেমিসন ৫/৩৪; টিম সাউদি ৩/২৯)

টিম সাউদি দ্বিতীয় টেস্ট নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ফলোঅনের শঙ্কা হেনরি নিকোলস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর