Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমে ব্যাটিংয়ে বরিশাল


১২ ডিসেম্বর ২০২০ ১৭:২৩

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকা আর ফরচুন বরিশাল দুই রকম সমীকরণের সামনে দাঁড়িয়ে। ঢাকার প্লে-অফ নিশ্চিত হয়েছে। তবে সেরা দুই দলের একটি হয়ে প্রথম পর্ব শেষ করতে হলে জিততে হবে মুশফিকুর রহিমের দলকে। অন্য দিকে প্লে-অফে উঠতে হলে জয় আবশ্যক বরিশালের। এমন সমীকরণে আজ মুখোমুখি হয়েছে দুই দল। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম।

শনিবার (১২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হচ্ছে যথারীতি সাড়ে ৫টায়। দারুণ ফর্মে আছে ঢাকা। টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচ হেরে খাদের কিনারায় পরে যাওয়া দলটি পরের চার ম্যাচই জিতে প্লে-অফ নিশ্চিত করেছে।

অপর দিকে অধারাবাহিক হলেও বরিশাল বুঝিয়েছে নিজের দিনে তারা যে কোনো কিছুই করতে পারে। কদিন আগে রাজশাহীর ২২০ রানের টার্গেট পেরিয়ে জিতেছে তামিম ইকবালের দল। দলটির ব্যাটিং ইউনিট গত কয়েকটা ম্যাচে ভালো খেলেছে। দেখা যাক, শেষ হাসি কাদের মুখে শোভা পায়।

দুদলের একাদশ:

বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম (অধিনায়ক)ম রুবেল হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম, আকবর আলি, ইয়াছির আলি, সাব্বির রহমান, আল-আমিন, মুক্তার আলি, শফিকুল ইসলাম ও রবিউল ইসলাম রবি।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, সুমন খান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, সোহরাওয়ার্দী শুভ ও মাহিদুল ইসলাম অঙ্কন।

ফরচুন বরিশাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বেক্সিমকো ঢাকা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর