Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিংয়ে সেরা লিটন, বোলিংয়ে মোস্তাফিজ


১৩ ডিসেম্বর ২০২০ ০০:০৯

জমজমাট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম পর্বের খেলা শেষ। প্রথম দিকে রানের জন্য হাঁসফাঁস করেছেন ব্যাটসম্যানরা। বড় স্কোর দেখা যায়নি। তবে সময় গড়ালে রান উঠেছে দেদারছে। দুর্দান্ত তিনটি সেঞ্চুরি করেছেন তিন তরুণ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত ও পারভেজ হোসেন ইমন। এসবের মধ্যে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল। বাদ পড়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। রান আর উইকেটে হিসেবে প্রথম পর্ব শেষে সবচেয়ে এগিয়ে লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। দুজনেই খেলছেন গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে।

বিজ্ঞাপন

গাজী গ্রুপ প্রথম পর্বের আট ম্যাচের সাতটিতেই জিতেছে। দলটির প্লে-অফ নিশ্চিত হয়েছিল আগেই। ফলে লিটন, মোস্তাফিজকে এক ম্যাচ বিশ্রামে রেখেছিল দলটি। তবু রান ও উইকেটে তাদের শীর্ষস্থান থেকে নামাতে পারেনি কেউ। অবশ্য লিটনের কাছাকাছি আছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত।

লিটন সাত ম্যাচ খেলে করেছেন ৩০৬ রান। সেঞ্চুরি নেই, হাফ সেঞ্চুরি তিনটি। গড় ৬১.২৯, স্ট্রাইকরেট ১২৫.৪০, সর্বোচ্চ অপরাজিত ৭৮*। সেরা পাঁচে দ্বিতীয় নম্বরে আছেন তামিম ইকবাল। ৮ ম্যাচে ৩০২ রান করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক। দুটি হাফ সেঞ্চুরি করা তামিমের গড় ৪৩.১৪। স্ট্রাইকরেট ১১৬.৩৬, সর্বোচ্চ ৭৭*।

তিন নম্বরে মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৮ ম্যাচে ৩০১ রান করেছেন তিনি। সেঞ্চুরি একটি, হাফ সেঞ্চুরি দুটি। গড় ৩৭.৬২, স্ট্রাইকরেট ১৫৬.৭৭। চার নম্বরে আছেন সৌম্য সরকার। গাজী গ্রুপ চট্টগ্রামের ওপেনার ৫ মাচে ২৫৩ রান করেছেন। গড় ৩৬.১৪, স্ট্রাইকরেট ১২৭.৭৭, সর্বোচ্চ ৬৩। পাঁচে নাইম শেখ। ৮ ম্যাচে ২৪৩ রান করেছেন বেক্সিমকো ঢাকার ওপেনার। ৩০.৩৭ গড়ে এক সেঞ্চুরিতে এই রান করেছেন তিনি। স্ট্রাইকরেট ১৩৯.৬৫।

বোলিংয়ে সাত ম্যাচ খেলে মোস্তাফিজ নিয়েছেন ১৬ উইকেট। গড় ৯.৭৫, ইকোনোমিক ৫.৭৪। দুই নম্বরে থাকা কামরুল ইসলাম রাব্বি ৮ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। গড় ১৭.৫৭, ইকোনোমিক ৮.৪৮। তিনে থাকা শহিদুল ইসলাম ৭ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। গড় ১৩.২৩, ইকোনোমিক ৭.৫৩।

চারে থাকা মুক্তার আলিও ৮ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। তার গড় ১৮.৩৮, ইকোনোমিক ৯.১৯। পাঁচে আছেন রবিউল ইসলাম রবি। ৬ ম্যাচে ১১.১৭ গড়ে ও ৭.২৪ ইকোনোমিকে ১২ উইকেট নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

গাজী গ্রুপ চট্টগ্রাম তামিম ইকবাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বেক্সিমকো ঢাকা মোস্তাফিজুর রহমান লিটন দাস

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর