Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিকের পর সুমনকেও জরিমানা


১৫ ডিসেম্বর ২০২০ ২০:০২

একই দিনে দু’ দুজন ক্রিকেটারের জরিমানার খরব এলো। দিনের প্রথম জরিমানার খবরটি ছিল মুশফিকুর রহিমের। গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে অনুজ ও সতীর্থ নাসুম আহমেদের সঙ্গে অশোভন আচরণের দায়ে বেক্সিমকো ঢাকার দলপতিকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

আর দ্বিতীয় জরিমানার খবর এলো সুমন খানের। একই ম্যাচে বরিশাল ফরচুন বরিশালের এই পেসার আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করেছেন। সেকারণে তাকে জরিমানা বাবাদ ম্যাচ ফি’র ৫০ শতাংশ গুনতে হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

গতকাল বেক্সিমকো ঢাকার বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ১৬তম ওভারে আম্পায়ারের দুটি ওয়াইড কলে অসন্তোষ প্রকাশ করেন সুমন। ফলে বিসিবি’র আচরণবিধির লেভেল ১ ভঙ্গের দায়ে শাস্তি দেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।

জরিমানা গুনছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সুমন খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর