অ্যাডিলেডে এগিয়ে ভারত
১৯ ডিসেম্বর ২০২০ ০১:২০
অ্যাডিলেডে গোলাপি বলের লড়াইয়ে ছেড়ে কথা বলেননি ভারতীয় পেসাররাও। অস্ট্রেলিয়ানদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে দলকে লিড এনে দিয়েছেন উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহরা। ভারতীয় বোলিং আক্রমণের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেমেছে ১৯১ রানে। পরে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে ১ উইকেটে ৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত।
প্রথম ইনিংসে ২৪৪ রান তুলেছিল বিরাট কোহলির দল। অর্থাৎ প্রথম ইনিংসে ৫৩ রানের লিড পাওয়া ভারত এখন ৬২ রানে এগিয়ে।
অ্যাডিলেডে আজ বোলিং রাজত্বই দেখেছেন দর্শকরা। ৬ উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা ভারত গুটিয়ে গেছে আর ১০টি রান যোগ করতেই। পরে জবাব দিতে নেমে ৭৯ রানে পাঁচ উইকেট হারিয়ে শুরুতেই বড় বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া।
তবে টপ অর্ডারে মারনাস লাবুশানে একপ্রান্ত ধরে রেখেছিলেন অনেকক্ষণ। মিডলঅর্ডারে একাই লড়েছেন অধিনায়ক টিম পেইন। বাজে শুরুর পরও অস্ট্রেলিয়া দুইশ’র কাছাকাছি পৌঁছুছে এই দুজনের ব্যাটে চড়েই। লাবুশানে ১১৭ বল খেলে ৭টি চারের সাহায্যে ৪৭ রান করেছেন।
পেইন সাত নম্বরে নেমে ৯৯ বলে ১০টি চারের সাহায্যে ৭৩ রান করে শেষ অবদি অপরাজিত ছিলেন। পেস বান্ধব উইকেটে ভারতের সফল বোলার স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৫৫ বলে ৪ উইকেট নিয়েছেন তিনি। উমেশ যাদব ৪০ রানে তিনটি ও জাসপ্রিত বুমরাহ ৫২ রানে দুই উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত প্রথম ইনিংস: ২৪৪ (কোহলি ৭৪, রাহানে ৪২, পুজারা ৪৩, বিহারী ১৬; স্টার্ক ৪/৫৩, হেজেলউড ১/৪৭, কামিন্স ৩/৪৮, লায়ন ১/৬৮)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৯১ (পেইন ৭৩*, লাবুশেন ৪৭, গ্রিন ১১, স্টার্ক ১৫; উমেশ ৩/৪০, বুমরাহ ২/৫২, অশ্বিন ৪/৫৫)।
ভারত দ্বিতীয় ইনিংস: ৬ ওভারে ৯/১ (পৃথ্বী ৪, মায়াঙ্ক ৫*, বুমরাহ ০*; স্টার্ক ০/৩, কামিন্স ১/৬)।
অস্ট্রেলিয়া ক্রিকেট অস্ট্রেলিয়া-ভারত সিরিজ ২০২০ ভারতীয় ক্রিকেট