Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবছর নেইমারকে পাচ্ছে না পিএসজি


১৯ ডিসেম্বর ২০২০ ২২:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিন আগে পিএসজির কোচ টমাস টুখেল জানিয়েছিলেন নেইমারের চোট গুরুতর নয়। রোববার লিলের বিপক্ষে ম্যাচে ব্রাজিল তারকার খেলার সম্ভাবনার কথাও জানিয়েছিলেন পিএসজি কোচ। কিন্তু এক দিন যেতেই এবার ভিন্ন তথ্য দিচ্ছে ফরাসি ক্লাবটি। চোটে পড়া নেইমারের চলতি বছর আর খেলা হচ্ছে না।

আজ শনিবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। আগামী বছরের জানুয়ারিতে নেইমারের ফেরার সম্ভাবনার কথা জানিয়েছে দলটি।

ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচে লিওঁর বিপক্ষে ১-০ গোলে পিএসজির হারা ম্যাচে গোাড়লিতে চোট পান নেইমার। প্রতিপক্ষ ডিফেন্ডারের কড়া ট্যাকেলের শিকার হয়ে মাঠেই কাতরাচ্ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলাটি যে বড় চোটই পেয়েছেন সেটা তখনই আন্দাজ করা যাচ্ছিল।

বিজ্ঞাপন

চলতি বছর পিএসজির আর দুটি ম্যাচ রয়েছে। লিলের ম্যাচের পর বৃহস্পতিবার স্ত্রাসবুরের বিপক্ষে খেলবে পিএসজি।

নেইমার পিএসজি ফরাসি লিগ ওয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর