Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাফিজের ‘৯৯’এর পর পাকিস্তানের ৯ উইকেটের হার


২০ ডিসেম্বর ২০২০ ১৭:০২

বাবর আজমহীন পাকিস্তানের ব্যাটিং কতোটা দুর্বল অকল্যান্ডের প্রথম টি-টোয়েন্টিতেই তা বুঝা গিয়েছিল। হ্যামিল্টনে অবশ্য অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ দারুণ একটা ইনিংস খেললেন। তবে বাকিরা ফের ব্যর্থ। ফলে বড় সংগ্রহ পায়নি পাকিস্তান। সুবিধা করতে পারেননি বোলাররাও। দুই মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফের হেরেছে পাকিস্তান।

হ্যামিল্টনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে আজ ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। যাতে তিন ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত হলো স্বাগতিকদের। সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে কিউইরা।

বিজ্ঞাপন

আজ পাকিস্তানের ব্যাটিং ইনিংসের পুরোটাই হাফিজময়। বয়স ৪০ পেরিয়েছে। এতো বয়সেও হাফিজ কেন জাতীয় দলে নিজের জায়গা আকঁড়ে ধরে আছেন তা নিয়ে সমালোচনা শোনা যায় কান পাতলেই। মুখে ও ব্যাট হাতেও বারবারই তার জবাব দেওয়া হাফিজ আজ করেছেন ৯৯ রান।

আউট হননি, পাকিস্তানের ইনিংস শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি। দল জিতলে হয়তো সেঞ্চুরি মিসের দুঃখটা কমত। কিন্তু সেটাও হয়নি। প্রথমে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ১৬ রানে দুই উইকেট হারিয়ে ফেললে চারে ব্যাট করতে নামেন হাফিজ। অপর প্রান্ত থেকে নিয়মিত বিরতিতেই উইকেট পড়েছে। কিন্তু হাফিজ একপ্রান্ত আগলে ছিলেন শেষ অবদি। উইকেট ধরে রেখেছেন, আবার আক্রমণও করেছেন।

তার ৯৯ রানের ইনিংসটি ৫৭ বলে ১০টি চার ৫টি ছয়ে সাজানো। পাকিস্তানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২২ করেছেন মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে ওঠা মোহাম্মদ রিজওয়ান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানে থেমেছে পাকিস্তানের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে ২১ রানে চার উইকেট নিয়েছেন টিম সাউদি।

পরে জবাব দিতে নেমে ৩৫ রানের মাথায় মার্টিন গাপটিলকে (১১ বলে ২২) হারায় নিউজিল্যান্ড। তবে এরপর পাকিস্তানি বোলারদের আর কোনো সুযোগই দেননি টিম সেইফার্ট ও কেন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৩১ রানের জুটি গড়ে পাকিস্তানকে হারিয়ে মাঠ ছেড়েছেন দুজন।

বিজ্ঞাপন

সেইফার্ট ৬৩ বলে ৮ চার ৩ ছয়ে ৮৪ রান করে অপরাজিত ছিলেন। উইলিয়ামসন ৪২ বলে ৮ চার ১ ছয়ে ৫৭ রানে অপরাজিত ছিলেন।

কেন উইলিয়ামসন নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ বাবর আজম মোহাম্মদ হাফিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর