করোনামুক্ত জামাল
২০ ডিসেম্বর ২০২০ ১৮:৪৩
করোনাভাইরাস থেকে সেড়ে উঠেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সর্বশেষ পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে জামালের।
এক বিবৃতিতে অধিনায়কের করোনামুক্তির খবরটি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জামাল দ্রুত দেশে ফিরবেন বলে জানানো হয়েছে বিবৃতিতে।
২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলতে কাতার গিয়েছিল বাংলাদেশ জাতীয় দল। গত ৪ ডিসেম্বরের সেই ম্যাচে কাতারের বিপক্ষে ৫-০ বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। তারপর দলের বাকিরা দেশে ফিরলেও জামাল কাতারেই থেকে জান।
সেখানে শরীরে হালকা জ্বর অনুভব হলে করোনা পরীক্ষা করান জামাল। গত ১২ ডিসেম্বর তার পজেটিভ ফল আসে। তারপর কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের তত্বাবধানে স্থানীয় একটি হোটেলের আইসোলেশনে ছিলেন তিনি।
উল্লেখ্য, ভারতের আসন্ন আই-লিগ খেলতে কলকাতা মোহামেডানের সঙ্গে চুক্তি করেছিলেন জামাল। পরে শোনা যায়, করোনা আক্রান্ত হওয়ার জামালের জায়গায় অন্য কাউকে খুঁজছে কলকাতার দলটি। তবে বাংলাদেশি তারকা দ্রুত সুস্থ হয়ে উঠাতে মত পাল্টাচ্ছে তারা।