মেসির রেকর্ডের রাতে বার্সার জয়
২৩ ডিসেম্বর ২০২০ ০৯:৪১
গেল ম্যাচে পেলের একটি নির্দিষ্ট ক্লাবের হয়ে সর্বোচ্চ ৬৪৩ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন লিওনেল মেসি। আর রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে গোল করে পেলেকে ছাড়িয়ে শীর্ষে এখন আর্জেন্টাইন এই জাদুকর। বর্তমানে বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির গোলসংখ্যা ৬৪৪টি। আর এমন রেকর্ডের রাতে রিয়াল ভায়োদোলিদকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে রোনাল্ড কোম্যানের দল।
প্রথমার্ধ আধিপত্য দেখিয়ে শুরু করে বার্সা। গোটা ম্যাচে মোট ২১টি শট নেয় ভায়োদোলিদের গোল বরাবর, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়ে ম্যাচের ২১ মিনিট পর্যন্ত। বাঁ দিক থেকে মেসির দারুণ ক্রসে গোলপোস্টের মুখ থেকে লাফিয়ে হেডে দলকে এগিয়ে নেন ক্লেমেন্ট লংলে। এরপর ৩৫তম মিনিটে সার্জিনো ডেস্টের নিচু ক্রসে পা বাড়িয়ে নিখুঁত টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন মার্টিন ব্রাথওয়েট। আর বার্সা এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধেও একইভাবে শুরু করা বার্সেলোনা আবারও গোল পেতে পারতো ৫১তম মিনিটে। কিন্তু এবার লক্ষ্যে শট রাখতে পারেননি ব্রাথওয়েট। দুই মিনিটে পর স্বাগতিক মিডফিল্ডার পাবলো হারভিয়াসের ফ্রি-কিক পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৬৫তম মিনিটে রেকর্ড গড়া গোলটি করেন মেসি। পেদ্রির ব্যাক হিলে ডি-বক্সে বল পেয়ে প্রথম ছোঁয়ায় ডিফেন্ডারদের বাধা এড়িয়ে নিখুঁত শটে ঠিকানা খুজে নেন তিনি। আর তাতে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় কাতালান ক্লাবটির।
এই জয়ে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে নম্বরে বার্সেলোনা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ আর এক ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে।
মার্টিন ব্র্যাথওয়েট রিয়াল ভায়োদোলিদ রিয়াল ভায়োদোলিদ বনাম বার্সেলোনা লিওনেল মেসি স্প্যানিশ লা লিগা