Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিওরেন্টিনার কাছে হারল জুভেন্টাস


২৩ ডিসেম্বর ২০২০ ০৯:৫৮

ইউরোপের সেরা পাঁচ লিগের ভেতর এসি মিলানের পাশাপাশি কেবল জুভেন্টাসই এই ম্যাচের আগ পর্যন্ত অপরাজিত ছিল। তবে না জুভেন্টাস আর এই রেকর্ড ধরে রাখতে পারল না। ফিওরেন্টিনার কাছে ঘরের মাঠেই ৩-০ গোলে বসল ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। জুভের এই হারের সুযোগ নিয়েছে নাপোলি, রোনালদোদের টপকে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে নাপোলি।

খেলার ১৮ মিনিটে হুয়ান কুয়াদ্রাদো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি ৭২ মিনিট ১০ জন নিয়েই খেলতে হয় জুভেদের। তবে এর আগেই ম্যাচের তৃতীয় মিনিটে ফিওরেন্টিনার ১-০ ব্যবধানে এগিয়ে নেন ভ্লাহোভিচ। ফ্রাঙ্ক রিবেরির বাড়ানো থ্রু বলে দুসান ভ্লাহোভিচের প্রথম স্পর্শটা ছিল দুর্দান্ত। ওই টোকায় ম্যাথিউস ডি লিট ও লিওনার্দো বনুচ্চিকে পেছনে ফেলে এগিয়ে যান তিনি। জুভেন্টাসের দুই ডিফেন্ডার আর তার নাগাল পায়নি। গোলরক্ষকের ওপর দিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে সার্বিয়ান এই ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

এদিন যেন নিজের ছায়া হয়ে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি আলভারো মোরাতাকেও। ফিওরেন্টিনার আক্রমণের ঝাপটা সামলে ৬ মিনিটের মধ্যে তিনটি সুযোগ পায় জুভে, তিনবারই দলকে হতাশ করেন রোনালদো। ৩২তম মিনিটে গতি আর পায়ের কারিকুরিতে ডি-বক্সে ঢুকে যান রোনালদো। কিন্তু শট লক্ষ্য রাখতে পারেননি পর্তুগিজ তারকা। চার মিনিট পর বিপজ্জনক জায়গা থেকে শটই নিতে পারেননি তিনি। ৩৭তম মিনিটে তার শট ছিল লক্ষ্যে, কিন্তু বেশ কাছে থাকায় ফেরাতে কোনো সমস্যা হয়নি গোলরক্ষকের।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে হেডে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর ৭৬তম মিনিটে অ্যালেক্স সান্দ্রোর আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে জুভে। শেষ দিকে ম্যাচের ৮১ মিনিটে ব্যবধান ৩-০ করেন মার্টিন কাসেরেস।

বিজ্ঞাপন

এই হারে ১৩ ম্যাচে ছয়টি করে জয় ও ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে চারে আছে জুভেন্টাস। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে উঠে এসেছে ফিওরেন্টিনা। ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। ১ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে সান সিরোর আরেক দল ইন্টার মিলান। আপিলে জিতে আবার জুভেন্টাসের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া নাপোলি ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে।

ইতালিয়ান সিরি আ ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস বনাম ফিওরেন্টিনা জুভেন্টাসের পরাজয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর