Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমাবদ্ধতার মধ্যেই শিখছেন যুব পেসাররা


২৪ ডিসেম্বর ২০২০ ২১:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারতের মতো শক্তিধর দলগুলোকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন আকবর আলি, শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয়, রাকিবুল হাসান, শামিম হোসেনরা। গত যুব বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতিটাও হয়েছিল দারুণ। দেশে বিদেশে টানা বেশ কয়েকটি সিরিজ খেলে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন আকবর-শরিফুলরা। সেখানে গিয়ে লম্বা একটা ক্যাম্পও হয়েছিল। মনে করা হয়, ভালো প্রস্তুতিটা শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিল। কিন্তু আগামী বিশ্বকাপকে সামনে রেখে সেটা হচ্ছে কই!

করোনাভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ হয়েছিল সেই মার্চে। তারপর দেশে ক্রিকেট ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেট এখনো খেলতে পারেনি বাংলাদেশ। না বিদেশে যাওয়া হয়েছে, না বিদেশি কোন দল সিরিজ খেলতে এসেছে। তবে যুবাদের প্রস্তুতি কিন্তু থেমে নেই।

বিজ্ঞাপন

যুবাদের নিয়ে বিশেষ ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট। ৩১ ডিসেম্বর থেকে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যুব পেসারদের নিয়ে ক্যাম্প করছেন অনুর্ধ্ব-১৯ দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। অনেকদিন জাতীয় দলে খেলা সাবেক এই পেসার জানালেন, সীমাবন্ধতার মধ্যেও যুব পেসারদের শেখানোর চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সংবাদমাধ্যমে সাবেক পেসার বলেন, ‘আমরা অনেকদিন ধরেই এই বোলারগুলো নিয়ে কাজ করছি। লাস্ট যে ক্যাম্প হয়েছে সিলেটে ওখানে আমরা ম্যাচ খেলেছি। এখনো পর্যন্ত ভালো করছে। তাদের সামর্থ্য আছে এই বয়সে যে পেস থাকার দরকার, আরও বেটার করার জন্যই আমরা ক্যাম্পটা করছি। আমরা ট্যুরে যেতে পারছিনা, আমাদের দেশেও কেউ আসতে পারছেনা। আমরা চেষ্টা করছি আমাদের সুবিধাগুলো দিয়ে যতটুকু সম্ভব ওদের বেটার বোলার বানানো যায়।’

তিনি বলেন, ‘ছোট বেলায় তো পেস টা ন্যাচারালি আসে। এখানেও আছে, একদম যে নাই তা না। আমরা স্পিড ওভাবে মাপতে পারিনি। খালি চোখে দেখে যেটা বোঝা যায় ওরা ১৩০ গতিতে বল করতে পারে। এখন আমরা যে চেষ্টাটা করছি স্ট্রেংথ ট্রেনিং হোক বা ফিটনেসে আরেকটু জোর দিয়ে হোক, কারোন ওরা যখন ন্যাচারালি ওদের দেশে বাড়িতে অনুশীলন করে এখানে কিন্তু এত সুযোগ সুবিধা পায়না কিংবা এসব সম্পর্কে জানেওনা।’

করোনার কারণে ট্রেনার স্ব-শরীরে উপস্থিত থাকতে না পারলেও নিয়মিত দিক নির্দেশনা দিচ্ছেন জানালেন তালহা জুবায়ের, ‘আমাদের ট্রেনার রিচার্ড যে আছে সে প্রচুর সাহায্য করছে আমাদের। ও এখন দেশে নেই কিন্তু আমাদের যে গ্রুপটা আছে ওখানে সে নিয়মিত ট্রেনিংয়ের কিছু জিনিস পাঠায়। খেলোয়াড়েরা সেগুলো অনুসরণ করছে। আমি বলবো যে তারা বেশ ভাগ্যবান এখনই এসব সুযোগ সুবিধা পাচ্ছে।’

অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ তালহা জুবায়ের বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর