Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের ড্রেসিং রুমের কাচের দরজা ভাঙ্গা!


১৭ মার্চ ২০১৮ ১০:৩৩

সারাবাংলা ডেস্ক

নিদাহাস ট্রফির গ্রুপ পর্বের ফাইনাল ম্যাচে নাটকীয় জয়টা এসেছে বাংলাদেশের। প্রেমাদাসা স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচে ‌শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের উদযাপনের সময় বাংলাদেশের ড্রেসিং রুমের দরজার গ্লাস ভাঙা পাওয়া যায়। তবে কে এই ঘটনার সঙ্গে জড়িত, সেটা এখনো নিশ্চিত করেনি আর প্রেমাদাসা স্টেডিয়াম কর্তৃপক্ষ।

ঘটনার পর এরই মধ্যে আর প্রেমাদাসা স্টেডিয়ামের কর্মকর্তাকে সিসিটিভি ফুটেজ দেখে শনিবার দুপুর ১২টার মধ্যে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন ম্যাচ রেফারি। আর স্টেডিয়াম কর্মকর্তাও মনে করছেন, সময়মতো রিপোর্ট জমা দিতে পারবেন। ঘটনার পর ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজে এসব তথ্য প্রকাশ করা হয়।

উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। বোলার ইসুরু উদানা পরপর দুই বলে দুটি বাউন্সার দিলেন, দ্বিতীয় বাউন্স বলে রানআউট হলেন মোস্তাফিজ। কিন্তু প্রথমে নো বলের সংকেত দিয়েও পরে তা না দেওয়ার কারণে সাকিব আল হাসান তুমুল প্রতিবাদ শুরু করেন। মাঠে থাকা দুই ব্যাটসম্যানকে উঠে চলে আসতে বলেন এই অলরাউন্ডার। পরে অবশ্য পরিস্থিতি ঠিক করেছিলেন খালেদ মাহমুদ সুজন। শেষমেশ জয়টাই এসেছে বাংলাদেশের।

 

সারাবাংলা/এসএন/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর