Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেঞ্চুরিয়ানে লঙ্কান দাপট


২৭ ডিসেম্বর ২০২০ ০১:০০

শুরুতে বিপদে পড়া দলের হয়ে হাল ধরলেন দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা। তাদের দারুণ সঙ্গ দিয়েছেন উইকেটরক্ষক নিরোশান দিকওয়ালাও। সব মিলিয়ে সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম দিনটা বেশ ভালোই কেটেছে শ্রীলঙ্কার। ৬ উইকেটে ৩৪০ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে লঙ্কানরা।

সেঞ্চুরিয়ানে আজকের দিনের শুরুটা ছিল নেলসন মেন্ডেলাময়। ১৯৯০ সালে এই দিনে ২৭ বছর পর জেল থেকে মুক্তি পেয়েছিলেন আফ্রিকার কালো মানুষদের মুক্তির অবিসংবাদিক মহানায়ক মেন্ডেলা। জেল থেকে বেরিয়ে এক হাতে মুঠোবন্দী স্ত্রীর হাত, আরেক হাত মুষ্টিবন্ধ উঁচুতে তুলেছিলেন। অমর হয়ে আছে সেই ছবিটি। মেন্ডেলা স্মরণে আজ ম্যাচের আগে মুষ্টিবন্ধ হাতে তুলে দাঁড়িয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুটাও বেশ ভালো হয়েছিল প্রোটিয়াদের। টস হেরে প্রথমে বোলিংয়ে নেমে ৫৪ রানে শ্রীলঙ্কার প্রথম তিন ব্যাটসম্যানকে ফেরায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেই গতিটা পরে আর ধরে রাখতে পারেননি স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ১৩১ রানে শক্ত একটা জুটি গড়ে শ্রীলঙ্কার ইনিংসের কোমড়টা সোজা করেছেন চান্ডিমাল-ডি সিলভা।

আহত হয়ে ডি সিলভা ব্যক্তিগত ৭৯ রানের মাথায় ফিরলে চান্ডিমাল এগুচ্ছিলেন দারুণভাবে। ১০৬ বল খেলে ১১ চার ১ ছয়ে ৭৯ রান করেন ডি সিলভা। সেঞ্চুরির সম্ভাবনা দেখানো চান্ডিমাল ফিরেছেন ৮৫ রান করে। তার ১৬১ বলের ইনিংসটিতে চার ১১টি, ছক্কা নেই। নিরোশান দিকওয়েলা ৮৬ বলে ৬ চারে করেছেন ৪৯ রান।

দাসুন শানাকা ২৫ ও কুসুন রাজিথা ৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট পেয়েছেন মুল্ডার।

দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা টেস্ট ২০১৮ দিনেশ চান্ডিমাল ধনঞ্জয়া ডি সিলভা

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর