Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ব্রুমের সঙ্গে লিভারপুলের ড্র


২৮ ডিসেম্বর ২০২০ ০৮:০৮ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ০৮:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত দিন লেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড ড্র করায় তাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল চ্যাম্পিয়ন লিভারপুলের সামনে। লিগের ১৯ নম্বর দলের বিপক্ষে ঘরের মাঠে কেবল জয় পেলেই হত। কিন্তু অ্যানফিল্ডে প্রথমে লিড নিয়েও ওয়েস্ট ব্রুমের কাছে পরে ম্যাচের ৮২ মিনিটে গোল হজম করে অল রেডসরা। আর শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় শেষ হয় ম্যাচটি।

লিগের তলানির দলটির সঙ্গে ঘরের মাঠে লিড নিতে খুব বেশি বেগ পেতে হয়নি অল রেডসদের। ম্যাচের ১২ মিনিটের মাথায় জোয়েল মাতিপের বাড়ানো বল আয়ত্তে এনে জালে পাঠান সাদিও মানে। আর তাতেই ১-০ ব্যবধানে লিড নেয় চ্যাম্পিয়নরা। এটি চলতি মৌসুমে লিগে সাদিও মানের ৬ষ্ঠ গোল। এরপর প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে অল রেডসরা। তবে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয় দলটিকে।

বিজ্ঞাপন

বিরতি থেকে ফিরেও ম্যাচের নিয়ন্ত্রণে থাকে চ্যাম্পিয়নরা। একের পর এক আক্রমণে ব্যবধান বাড়ানোর প্রচেষ্টা। তবে কিছুতেই আসছিল না কোনো ফলাফল। উল্টো ম্যাচের ৮২ মিনিটে ম্যাথিউস পেরেইরার অ্যাসিস্ট থেকে অ্যানফিল্ডে ওয়েস্ট ব্রুমকে সমতায় ফেরান সেমি আজাইয়া।

সমতায় ফেরার পর আবারও লিড নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে লিভারপুল। ম্যাচের অন্তিম মুহূর্তে রবার্তো ফিরমিনো অক্সলেড চেম্বারলিনের ক্রস থেকে হেড করে বল জালের দিকে পাঠান তবে বাধা হয়ে দাঁড়ান ওয়েস্ট ব্রুম গোলরক্ষক জনস্টোন। তাঁর দুর্দান্ত সেভে শেষ পর্যন্ত অ্যানফিল্ড থেকে এক পয়েন্ট নিয়ে ফেরে ওয়েস্ট ব্রুম। ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।

এই ড্র’তে পয়েন্ট টেবিলের অল রেডসদের কোনো পরিবর্তন আসেনি। ১৫ ম্যাচে ৯ জয়, ৫ ড্র আর এক হারে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে। দুইয়ে আছে এভারটন, তিন ও চারে যথাক্রমে লেস্টার ও ম্যানচেস্টার ইউনাইটেড।

ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট ভাগাভাগি লিভারপুল বনাম ওয়েস্ট ব্রুম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর