Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার আলোচনার টেবিলে শ্রীলঙ্কা সিরিজ


২৮ ডিসেম্বর ২০২০ ১৭:১৪

করোনাভাইরাস সতর্কতায় ইতোমধ্যে দুইবার স্থগিত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। প্রথমবার চলতি বছরের জুনে, দ্বিতীয়বার অক্টোবরে। স্থগিত হয়ে যাওয়া সেই সিরিজটি ২০২১ সালের এপ্রিলে মাঠে গড়ানোর লক্ষ্যে আবার আলোচনা শুরু করেছে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গেছে, এবারের প্রস্তাবটি লঙ্কান বোর্ড থেকে এসেছে।

জুনে যখন সিরিজটি স্থগিত হল তখন বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনার প্রবল দাপট। সেই আতঙ্কে জুলাই-আগস্টে অনুষ্ঠেয় তিন ম্যাচ সিরিজের টেস্ট আর আলোর মুখ দেখল না। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল বিধায় সিরিজটি মাঠে গড়াতে অতিমারির প্রবল দাপটের মধ্যেও আলোচনা চালিয়ে যায় দুই দেশের ক্রিকেট বোর্ড। আলোচনা ফলপ্রশুও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোয়ারেন্টাইন ইস্যুতে (১৪ দিন) আয়োজক লঙ্কান ক্রিকেট বোর্ডের অনড় অবস্থানের কারণে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেশটি সফরে অস্বীকৃতি জানান। আবার স্থগিত হয়ে যায়। সেই সিরিজটিই আবার মাঠে গড়ানোর প্রয়াশে আলোচনা শুরু করেছে বিসিবি ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। সব ঠিক থাকলে হয়ত আগামী বছরের এপ্রিলেই নুন্যতম দুটি টেস্ট ম্যাচ খেলতে লঙ্কা সফরে যেতে পারে টাইগাররা।

বিজ্ঞাপন

সোমবার (২৮ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাঙ্গনে সাংবাদিকদের একথা জানালেন বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে আমাদের শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে কথা হচ্ছে। এই প্রস্তাবটা ওদের কাছে থেকে এসেছে। প্রথমবার আমাদের যখন আলোচনাটি হচ্ছিল কিন্তু সিরিজটা হয়নি সেক্ষেত্রে আমরা ঐক্যমতে পৌছেছি যে আমরা আমাদের টেস্ট চ্যাম্পিয়নশীপের যে প্রতিশ্রুতি রয়েছে সেই অনুযায়ী আমরা শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ম্যাচ খেলবো এবং তার সঙ্গে যদি অন্যকিছু যুক্ত হয় আমাদের এফটিপিতে ওই স্পেসটা পাওয়া যায় আমরা সেভাবেই কাজ করে নিবো।

বিজ্ঞাপন

এটা এই মুহুর্তে এপ্রিলকে টার্গেট করে করা হচ্ছে। এই সময় একটা এভেইলেবল স্লট আছে আমাদের এবং শ্রীলঙ্কার জন্য। সেভাবেই আমরা কাজ করছি। নুন্যতম টেস্ট দুইটা। তো পুরোটাই নির্ভর করবে স্পেসের উপর।’

টেস্ট চ্যাম্পিয়নশিপ নিজামউদ্দিন চৌধুরী সুজন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর