Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাউদির ৩০০’র পরও কিউইদের দরকার আরও ৭


২৯ ডিসেম্বর ২০২০ ১২:৪৩

তৃতীয় দিনে পাকিস্তান ২৩৯ রানে প্রথম ইনিংসে অলআউট হলে নিউজিল্যান্ড লিড পায় ১৯২ রানের, এর সঙ্গে চতুর্থ দিন যোগ হয়ে আরও ১৮০ রান। কেননা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৮০ রান তুলে ইনিংস ঘোষণা করে কিউইরা। তাতেই পাকিস্তানের সামনে ৩৭৩ রানের পাহাড়সম রানের জয়ের লক্ষ্য। এমন দিনে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন কিউই পেসার টিম সাউদি।

চতুর্থ ইনিংসের ১৮তম ওভারের ৫ম বলে হারিস সোহেলের ব্যাট থেকে আসা বল শর্ট কাভারে থাকা ফিল্ডার মিচেল স্যান্টনার লুফে নেয়। আর সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে উদযাপনে মাতলেন টিম সাউদি। এ কেবল একটি উইকেট নয়, এটি ছিল ক্যারিয়ারের ৩০০তম উইকেট পাওয়ার আনন্দে মেতে ওঠার উদযাপন। প্রায় এক যুগ আগে ক্যারিয়ার শুরু করেছিলেন ৫ উইকেট নিয়ে আর এবার সেই সাউদিই স্পর্শ করলেন নিজেদের ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে ৩০০ উইকেট পাওয়ার মাইলফলক।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের পেসারদের মধ্যে এর আগে কেবল একজনই এই মাইলফলক স্পর্শ করেছেন। তবে সাউদি দ্বিতীয় নন, তাঁর আগে আছেন কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিও। কিংবদন্তি পেসার রিচার্ড হোল্ডিং ৪৩১ উইকেট নিয়ে আছেন শীর্ষে, এরপর ৩৬১ উইকেট সংগ্রহ করে ভেট্টোরি আছেন দুইয়ে আর সদ্যই ৩০০ উইকেটের ক্লাবে যোগ দেওয়া সাউদি তিনে।

৩০০ থেকে ৪ উইকেট দূরে এই টেস্ট শুরু করেছিলেন ৩২ বছর বয়সী পেসার। ম্যাচের প্রথম ইনিংসে নেন তিনি ২ উইকেট। দ্বিতীয় ইনিংসের শুরুতেই শান মাসুদকে পরিণত করেন তার ২৯৯তম শিকারে। এরপর কিছু সময়ের অপেক্ষা। দ্বিতীয় স্পেলে ফিরে হারিসকে ফিরিয়ে পূর্ণ করেন ৩০০।

টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৩০০ উইকেট নিয়েছিলেন ইংলিশ পেসার ফ্রেড ট্রুম্যান, ১৯৬৪ সালে। ৫৬ বছর পর সাউদিকে নিয়ে সংখ্যাটি এখন ৩৪ জন।

বিজ্ঞাপন

এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টম লাথাম ও টম ব্লান্ডেলের অর্ধশতকে ৫ উইকেটে ১৮০ রান তুলে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তাতে পাকিস্তানের সামনে ৩৭৩ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড়ায়।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে পাকিস্তান থেমেছে ৭১ রানে ৩ উইকেট হারিয়ে। দলীয় স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই ইনিংসের দ্বিতীয় ও তৃতীয় ওভারে যথাক্রমে ট্রেন্ট বোল্ট আবিদ আলিকে আর টিম সাউদি শান মাসুদকে তুলে নিলে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। এরপর দলীয় ৩৭ রানে হারিস সোহেলকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন সাউদি। দিনের বাকি সময়টা ফাওয়াদ আলমকে সঙ্গে নিয়ে কাটিয়ে দেন আজহার আলী। ফাওয়াদ ২১ আর আজহার ৩৪ রানে অপরাজিত আছেন।

৩০০ উইকেট টিম সাউদি টেস্টে ৩০০ উইকেট তৃতীয় কিউই বোলার নিউজিল্যান্ড বনাম পাকিস্তান প্রথম টেস্ট মাইলফলক অর্জন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর