Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে নারী দলের অনুশীলন ক্যাম্প


২৯ ডিসেম্বর ২০২০ ১৪:৩৯

করোনা অতিমারির বিরতির পর ২০২১ সালের ৩ জানুয়ারি থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। প্রায় ১ মসের এই ফিটনেস ও স্কিল ক্যাম্পে ডাক পেয়েছেন ২৯ ক্রিকেটার।

তার আগে ২ জানুয়ারি ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে প্রমীলা দলের করোনা পরীক্ষা। উত্তীর্ণরা সিলেট টিম হোটেলে উঠবেন ৩ জানুয়ারি। ৪ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হবে। মাঝে ২৫ জানুয়ারি আরও একবার কোভিড-১৯ টেস্ট হবে সালমা-রুমানাদের।

বিজ্ঞাপন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

অনুশীলন ক্যাম্পে ডাক পেলেন যারা:

সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়শা রহমান শুকতারা, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতাহেনা হাসনাত, সুরাইয়া আজমিন, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইসমা তানজিম, রাবেয়া হায়দার ঝিলিক, একা মল্লিক, ফারিহা ইসলাম তৃঞ্চা, সানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া আক্তার।

অনুশীলন শুরু জাহানারা আলম টপ নিউজ নারী ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সালমা খাতুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর