Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফিকে ছাড়াই টাইগারদের প্রাথমিক দল ঘোষণা


৪ জানুয়ারি ২০২১ ১৪:২৭ | আপডেট: ৪ জানুয়ারি ২০২১ ১৬:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো, টাইগারদের সাবেক দলপতি মাশরাফি বিন মুর্ত্তজাকে বাদ রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এছাড়াও ২০ সদস্যের টেস্ট দলও ঘোষণা করেছে বিসিবি।

ক’দিন ধরেই ক্রিকেট পাড়াই বেশ জোর গুঞ্জন উঠেছিল ২০২৩ বিশ্বকাপের কথা মাথাই রেখে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দল সাজাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সে লক্ষ্যে বাদ পড়তে পারেন বাংলাদেশ ক্রিকেটের দিন বদলের দলপতি মাশরাফি বিন মুর্ত্তজা। অবশেষে ঘটলও সেটিই।

সোমবার (৪ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজকে সামনে রেখে ২৪ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে অনুমেয়ভাবেই দলপতি তামিম ইকবাল। আর গুঞ্জন অনুযায়ী সত্যি হলো মাশরাফি বিন মুর্ত্তজার সুযোগ না পাওয়াটা।

বিজ্ঞাপন

বাংলাদেশের ২৪ সদস্যের ওয়ানডে’র প্রাথমিক দল: নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলী চৌধুরী, নাইম শেখ, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল-আমিন হোসেন, মোহাম্মদ শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন; মাহাদি হাসান এবং রুবেল হোসেন।

২০ জনের প্রাথমিক টেস্ট দল: তামিম ইকবাল,মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজু রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাইম হাসান এবং এবাদত হোসেন।

উইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘ প্রায় দেড় বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসি’র আরোপিত নিষেধাজ্ঞা কাটিয়ে গত নভেম্বরেই শ্রীলঙ্কা সিরিজে ফেরার কথা ছিল সাকিবের। কিন্তু দুই বোর্ডের বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত সিরিজ বাতিল হয়ে যায়। আর সাকিবের ফেরাটা আরও বিলম্বিত হয়।

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে না পারলেও বিসিবি’র আয়োজনে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরেছেন সাকিব। যদিও ফাইনালে দলের হয়ে খেলতে পারেননি পারিবারিক জটিলতার কারণে। সবকিছু ঠিক থাকলে আসন্ন উইন্ডিজ সিরিজেই আবারও লাল সবুজের জার্সিতে মাঠে দেখা মিলবে সাকিব আল হাসানের। এই সিরিজে অংশগ্রহণের জন্য ইতোমধ্যেই আমেরিকা থেকে দেশে ফিরেছেন সাকিব।

২৪ সদস্যের দল তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ দল ঘোষণা বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ মাশরাফি বিন মুর্ত্তজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর