Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেশাদার মাশরাফি


৫ জানুয়ারি ২০২১ ১৭:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন দেশের সফলতম পেসার ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চোট ও আঘাতের কারণে অনেকবারই তাকে দলের বাইরে থাকতে হয়েছে। তবে সুদীর্ঘ ক্যারিয়ারে বাদ পড়ার অভিজ্ঞতা তার এবারই প্রথম। তাতে অবশ্য তাকে হতাশ মনে হল না। বরং বিষয়টিকে পেশাদারিত্বের দৃষ্টিকোণ থেকেই দেখছেন নড়াইল এক্সপ্রেস।

তবে হাল ছাড়ছেন না চোটের সঙ্গে বারবার লড়াই করে সদর্পে ফিরে আসা এই টাইগার। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে সাফ জানিয়ে দিয়েছেন, জাতীয় দলে সুযোগ না হলেও খেলা তিনি ছাড়ছেন না। বরং তা চালিয়ে যাবেন।

মাশরাফির মুখেই শুনুন, ‘দেখেন, এটা পেশাদার জগৎ। তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি তা পেশাদারীভাবেই নিচ্ছি। আর কিছু বলার নেই। আগেও বলেছি, জাতীয় দলে সুযোগ না পেলেও খেলা চালিয়ে যাবো। এখনও সেটিই বলছি।’

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন এই সিরিজে মাশরাফিকে বাদ দেওয়ার কারণ হিসেবে বাংলাদেশ দলের নির্বাচকমন্ডলী জানিয়েছেন, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় তিনি নেই। আরও নির্দিষ্ট করে বললে, ২০২৩ আইসিসি বিশ্বকাপের পরিকল্পনায় তাকে রাখা যাচ্ছে না বলেই আসন্ন উইন্ডিজ সিরিজের দলেও তার জায়গা মেলেনি।

অথচ ৯ মাস বিরতির পরে সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বল হাতে নেমেও অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন নড়াইল এক্সপ্রেস। তাঁর বোলিং বৈচিত্রেই পুড়ে খাঁক হয়েছে প্রতিপক্ষের সব ব্যাটসম্যান। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে তো একাই জেমকন খুলনাকে জেতালেন ম্যাশ। ৩৫ রানের বিনিময়ে গাজী গ্রুপ চট্টগ্রামের ৫ ব্যাটসম্যানকে ক্রিজ ছাড়া করে দলকে ফাইনালে তোলার পাশাপাশি নিজেও টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেরা বোলিংয়ের বিস্ময় জাগানিয়া রেকর্ড গড়লেন।

সেই চোখ ধাঁধানো পারফরম্যান্সের বদৌলতেই ৩৭ বছরে এসেও আসন্ন উইন্ডিজ সিরিজে দলে জায়গা করে নেয়ার জোর দাবি তুলেছিলেন দেশের সফলতম এই পেসার। কিন্তু বিধি বাম। এমন পারফরম্যান্সের পরেও টাইগার টিম ম্যানেজমেন্ট তাদের আগামির দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মাশরাফিকে রাখতে পারেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

টপ নিউজ দল থেকে বাদ পেশাদার মাশরাফি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাশরাফি বিন মুর্ত্তজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর