Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ বাড়ি ফিরছেন না সৌরভ


৬ জানুয়ারি ২০২১ ১২:৫২

সৌরভ এখন প্রায় সম্পূর্ণ সুস্থ। ডাক্তারদের নির্দেশনা অনুযায়ী আজই বাড়িতে ফিরতে পারতেন এই কিংবদন্তি। কিন্তু ঝুঁকি নিতে চাইছেন না ‘প্রিন্স অব ক্যালকাট্টা’। তাই তো চিকিৎসকের পক্ষ থেকে কোনো বাধা না থাকলেও, নিজ থেকেই হাসপাতালে একদিন বেশি থাকার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ।

ডাক্তারদের নির্দেশনা অনুযায়ী আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় কলকাতার উডল্যান্ডস হাসপাতাল ছেড়ে বাড়িতে ফেরার কথা ছিল সৌরভের। সে মোতাবেক সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিল হাসপাতাল কর্তৃপক্ষ, লিখে ফেলেছিল ছাড়পত্রও।

বিজ্ঞাপন

এদিকে সৌরভের বেহালার বাড়িতে যাওয়ার জন্য কড়া পুলিশি পাহারও ব্যবস্থা করেছিল প্রশাসন। তবে শেষ সময়ে সৌরভের ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আরও একদিন হাসপাতালে ডাক্তারদের তত্ত্বাবধায়নে থাকবেন তিনি।

পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

উডল্যান্ডস হাসপাতালের প্রধান নির্বাহী রুপালি বসু নিশ্চিত করেছেন এ খবর। তবে কোনো কারণ জানাননি তিনি। বলেছেন, এটি সৌরভের ব্যক্তিগত সিদ্ধান্ত।

উল্লেখ্য, শনিবার (২ জানুয়ারি) সৌরভ গাঙ্গুলি সকালে বেহালার বাসায় জিম করার সময় অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘুরে পড়ে যান। হঠাৎ সবকিছু তার ব্ল্যাকআউট হয়ে যায়। এরপর তড়িঘড়ি কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল সৌরভকে। উডল্যান্ডস হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় কিংবদন্তি এই ক্রিকেটারকে। সেখানকার ডাক্তাররা আশঙ্কা করেছিলেন মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছেন সৌরভ। ৪৮ বছর বয়সী সৌরভ গাঙ্গুলির অবস্থা আপাতত স্থিতিশীল আছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রয়োজনীয় পরীক্ষার পর দেখা গেছে, সৌরভের হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লক’ রয়েছে। ফলে শনিবার রাতেই এনজিওপ্লাস্টি করা হয়েছিল। পরে মঙ্গলবার সৌরভের সঙ্গে কথা বলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠি। সৌরভের শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করেন তিনি। পরে জানান, সৌরভের স্বাভাবিক জীবনে ফিরতে কোনো বাধাই নেই। তার হার্ট অত্যন্ত ভালো রয়েছে। এমনকি তিনি চাইলে ক্রিকেটও খেলতে পারবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: আশঙ্কামুক্ত সৌরভ

কিংবদন্তি ক্রিকেটার বাড়ি ফিরছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি হৃদরোগে আক্রান্ত হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর