Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উইন্ডিজ সিরিজের টিভি সম্প্রচার স্বত্ব পেল ব্যানটেক


৬ জানুয়ারি ২০২১ ১৮:৫০

আসন্ন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিভি সম্প্রচার স্বত্ব পেল ব্যানটেক। ওপেন বিডিং এর মাধ্যমে বাংলাদেশ ভিত্তিক মার্কেটিং এজেন্ট এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে এই স্বত্ব কিনে নিয়েছে। বিডিংয়ে ব্যানটেক ছাড়া আরও যে দুই প্রতিষ্ঠান অংশ নিয়েছিল তারা হলো, গাজী টিভি ও টি-স্পোর্টস।

বুধবার (৬ জানুয়ারি) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস ও  সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

বিজ্ঞাপন

জালাল ইউনুস জানালেন, ‘হ্যাঁ, এই সিরিজের টিভি রাইটস ব্যানটেক পেয়েছে। ওরা বাংলাদেশ ভিত্তিক একটি মার্কেটিং এজেন্ট। ওপেন বিডিংয়ের মাধ্যমে তারা এই রাইটস পেয়েছে। বিডিংয়ে ব্যানটেক ছাড়াও গাজী টিভি ও টি-স্পোর্টস অংশ নিয়েছে।’

আর বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী বললেন, ‘হ্যাঁ, ব্যানটেকই এই সিরিজ দেখাচ্ছে। ওনাদের চ্যানেল আছে। আমরা যে ডকুমেন্ট তাদের থেকে পেয়েছি সে হিসেবে তাদের নির্ধারিত চ্যানেলে দেখাবে। তারা এটা কিভাবে দেখায় পরবর্তীতে তাদের রেসপন্স পেলে জানতে পারব।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছকু একটি সূত্রের মারফত জানা গেল টিভি স্বত্বের বিডিংয়ের পরিমাণ। ব্যানটেক এই স্বত্ব কিনে নিয়েছে ১৭ কোটি ৯৭ লাখ টাকায়। গাজী টিভির বিডিংয়ের পরিমাণ ১৭ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা। আর টি-স্পোর্টস ১৭ কোটি ৯০ লাখ টাকা।

উইন্ডিজ সিরিজ জালাল ইউনুস টিভি স্বত্ব নিজাম উদ্দিন চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ব্যানটেক সম্প্রচার স্বত্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর