ভারতীয় ও পাকিস্তানির ব্যাটে আমিরাতের ঐতিহাসিক জয়
৯ জানুয়ারি ২০২১ ১৭:৫৭
সংযুক্ত আরব আমিরাত ওয়ানডে ক্রিকেট খেলছে সেই ১৯৯৪ সাল থেকে। কিন্তু টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে ওয়ানডেতে জয় ছিল না মরুর দেশটির। সেই আক্ষেপ ঘুচল আজ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ ৬ উইকেটের ঐতিহাসিক এক জয় পেয়েছে আরব আমিরাত। কাঁধে কাঁধ মিলিয়ে এই জয়ে বড় অবদান রেখেছেন ভারত ও পাকিস্তান বংশোদ্ভূত দুই ক্রিকেটারের।
আরব আমিরাতের ঐতিহাসিক জয়ের দুই নায়ক ভারতের সিপি রিজওয়ান (১০৯) ও পাকিস্তানের মুহাম্মদ উসমান (১০২*)। কয়েক বছর আগে আরব আমিরাত ছেড়ে ভারতে ফিরে রঞ্জি ট্রফি খেলতে মরিয়া হয়ে উঠেছিলেন রিজওয়ান। বিভিন্ন কারণে সেটা আর সম্ভব হয়নি। পরে আরব আমিরাতের জাতীয় দলে অভিষেক হয়ে গেল তার। কিন্তু দলে জায়গা পাকা হচ্ছিল না, আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। আজকের এই সেঞ্চুরি নিশ্চয় একটা ভীত দিবে রিজওয়ানকে!
আয়ারল্যান্ডের ২৬৯ রানের জবাব দিতে নেমে ৩৮ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতে বিপদে পড়েছিল আরব আমিরাত। ভারতের কোরালায় জন্ম নেওয়া রিজওয়ান তিনে নেমে তারপর হাল ধরেন। উইকেটে থিতু হওয়ার আগেই অপর প্রান্ত থেকে আউট হয়ে যান অলিশান শারাফু। লাহোরে জন্ম নেওয়া উসমান তারপর ক্রিকে নামেন।
শুরু হয় মরুর দেশটির হয়ে এক ভারতীয় এবং এক পাকিস্তানির লড়াই। চতুর্থ উইকেটে ১৮৪ রানে জুটি গড়েন দুজন। এই জুটি যখন ভাঙল জয় থেকে মাত্র ৩৫ রান দূরে ছিল আমিরাত। পরে সেই রাস্তা আরামছেই পাড়ি দিয়েছে মরুর দেশটি।
১৩৬ বলে রিজওয়ানের ১০৯ রানের ইনিংসটি ৯টি চার ১টি ছয়ে সাজানো। মোহাম্মদ উসমান অপরাজিত ছিলেন শেষ অবধি। ১০৭ বলে ১০৩ রান করেছেন ৭টি চার ৩টি ছয়ের সাহায্যে। ৪৯ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের জন্য ২৭০ রান তুলে ফেলে আমিরাত।
মরুর দেশটির ঐতিহাসিক জয় পাওয়ার ম্যাচে সেঞ্চুরি হয়েছে তিনটা। আগে আয়ারল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছেন পল স্টার্লিং। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে ১৪৮ বল খেলে ৯ চার ৪ ছয়ে ১৩১ রানে অপরাজিত ছিলেন তিনি। আইরিশদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ করেছেন অধিনায়ক এন্ডি বালবার্নি।
আয়ারল্যান্ড ক্রিকেট ওয়ানডে ক্রিকেট মুহাম্মদ উসমান সংযুক্ত আরব আমিরাত সিপি রিজওয়ান