পিএসএলের প্লেয়ার ড্রাফটে একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার
১০ জানুয়ারি ২০২১ ১৭:৩৬
কয়েক ঘণ্টা পর অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী মৌসুমের প্লেয়ার ড্রাফট। ড্রাফটে নাম উঠতে যাচ্ছে একঝাঁক বাংলাদেশি ক্রিকেটারের।
শনিবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ড্রাফটে নাম উঠতে যাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পিএসএল কর্তৃপক্ষ। তাতে জানা যাচ্ছে, পিএসএলের ড্রাফটে নাম উঠতে যাচ্ছে ২০ ক্রিকেটারের।
তকে ড্রাফট থেকে দল পেলেও জাতীয় দলের ক্রিকেটারদের পিএসএল খেলা সম্ভব হবে কিনা সন্দেহ। কারণ জাতীয় দলের ক্রিকেটারদের এখন টানা ব্যস্ত সূচি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে নিউজিল্যান্ড সফর করার কথা বাংলাদেশ দলের। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন টাইগাররা। তার মধ্যে জাতীয় দলের ক্রিকেটাররা অনাপত্তিপত্র না পাওয়ারই কথা।
ড্রাফটে প্ল্যাটিনাম শ্রেণিতে আছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ডায়মন্ড শ্রেণিতে আছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। পিএসএল খেলার অভিজ্ঞতা আছেন মাহমুদউল্লাহর। কোয়েটা গ্ল্যাডিটের্সের হয়ে এক মৌসুম খেলেছিলেন ডানহাতি স্পিন অলরাউন্ডার।
বিভিন্ন ক্যাটাগরিতে পিএসএলের প্লেয়ার ড্রাফটে জায়গা পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা-
প্লাটিনাম শ্রেণি: মোস্তাফিজুর রহমান।
ডায়মন্ড শ্রেণি: মাহমুদউল্লাহ রিয়াদ।
গোল্ড শ্রেণি: আবুল হাসান, আফিফ হোসেন, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ।
সিলভার শ্রেণি: আবু সায়েম চৌধুরি, এনামুল হক, মেহেদী হাসান রানা, মেহেদী হাসান, মনির হোসেন, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ।