‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিততে চায়’
১৪ জানুয়ারি ২০২১ ১৭:১৬
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের নুন্যতম দুটি ম্যাচ জিততে চাইছেন ওয়েস্ট ইন্ডিজ দলের ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক জেসন মোহাম্মদ। আর এই লক্ষ্যে ধারাবাহিক ক্রিকেটের দিকে নিশানা তাক করেছেন এই সফরকারী দলপতি।
আগামী ২০ জানুয়ারি তামিম ইকবালদের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করবে জেসন মোহাম্মদ ও তার দল। যার শেষ হবে ২৫ জানুয়ারি। তিন ম্যাচ সিরিজের ওয়ানডের নুন্যতম দুটি ম্যাচ তাদের জেতা চাই-ই চাই।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
জেসন বলেন, ‘অবশ্যই আমরা সিরিজ জিততে চাই। এবং ধারাবাহিক ক্রিকেট খেলেই এই লক্ষ্যে পৌঁছাতে চাই।’
মহামারিকালে সিরিজ উপলক্ষ্যে গত রোাববার বাংলাদেশে এসে তিন দিন টিম হোটেলে কোয়ারেন্টাইনে ছিল টিম উইন্ডিজ। এরপর চতুর্থ দিন অর্থাৎ আজ থেকে হোম অব ক্রিকেটে শুরু করেছে দলীয় অনুশীলন। কোয়ারেন্টাইনের দিনগুলো মোটেও সহজ ছিল না বলে জানালেন উইন্ডিজ ওডিআই দলপতি।
‘তিন দিনের আইসোলেশন কঠিন ছিল। বাইরের খোলা বাতাসে অনুশীলনে আসতে পেরে খুবই ভাল লাগছে।’
এসময় ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল নিয়েও নিজের ভাবনা জানান জেসন। বলেন, ‘ওরা ভাল দল। সাদা বলে ওরা খুবই ভাল খেলে। তাছাড়া ওদের মাঠে খেলা। তবে আমরা সামনে তাকাতে চাইছি।’
শুধু ব্যাটিং কিংবা বোলিং নয়। আসন্ন সিরিজ নিজেদের করে নিতে ক্যারিবিয়রা তিন বিভাগেই ধারাবাহিক থাকবে বলে জানালেন ওয়ানডে কাপ্তান।
‘সিরিজ জিততে ব্যাটিং,বোলিং, ফিল্ডিং তিন বিভাগই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব যতটা সম্ভব তিন বিভাগে ধারাবাহিক থাকা যায়।’