নারী ক্রিকেটে ৩৬ বলে সেঞ্চুরি
১৪ জানুয়ারি ২০২১ ১৭:৪৫
টি-টোয়েন্টিতে ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নবম ওভারেই দশ উইকেটের জয় নিশ্চিত! ১২৯ রান তাড়া করতে নেমে একজনই করলেন ১০৯ রান! নিউজিল্যান্ড ক্রিকেট উইমেন’স টি-টোয়েন্টিতে এমনই একটা ঘটনা ঘটল আজ বৃহস্পতিবার। ১০৯ রানের বিস্ময়কর ইনিংস খেলার পথে ৩৬ বলে সেঞ্চুরি করে নারী ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন সোফি ডিভাইন।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলে নিউজিল্যান্ডের ক্রিকেট উইমেন’স খেলতে কদিন আগে দেশে ফিরেছিলেন নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ক ডিভাইন। কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে বলে কদিন অনুশীলন করতে পারেননি সেভাবে। তবুও মাঠে নেমেই অবিশ্বাস্য ব্যাটিং উপহার দিয়েছেন নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটার।
শেষ পর্যন্ত ৩৮ বল খেলে ১০৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। ইনিংসে চার মেরেছেন ৯টি, ছক্কাও ৯টি। নারী ক্রিকেটে আগের দ্রুততম সেঞ্চুরি ছিল ওয়েস্ট ইন্ডিজের ডিয়েন্ড্রা ডট্টিনের। ২০১০ সালে ৩৮ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। ৩৬ বলে আজ সেঞ্চুরি পূর্ন করে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন ডিভাইন।
সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এটা তার ষষ্ঠ সেঞ্চুরি। এখানেও রেকর্ড হয়েছে ডিভাইনের। নারী ক্রিকেটে টি-টোয়েন্টিতে এতো সেঞ্চুরি করতে পারেনি আর কেউ। তার স্বদেশী সুজি বেটস ও অস্ট্রেলিয়ার অ্যালিস হিলির সেঞ্চুরি ছিল পাঁচটি করে।
ডিভাইনের ১০৯ রানের টর্নেডো ইনিংসের কল্যাণে ৮.৪ ওভারে জয়ের জন্য ১৩১ রান তুলে ফেলে তার দল ওয়েলিংটন ওমেন্স। প্রথমে ব্যাটিং করে ১২৮ রান তুলেছিল ওটাগো ওমেন্স।
অসাধারণ ইনিংসের পর ডিভাইন জানালেন তিনি নাকি স্লায়ুচাপে ছিলেন, ‘আজ সকালে স্নায়ুচাপে ছিলাম। অনেক দিন বিরতি থাকলে এটা স্বাভাবিক। ঠিকভাবে ফিরতে পারবো কি না দুশ্চিন্তা কাজ করে। যেভাবে খেললাম, তাতে আনন্দিত।’
নিউজিল্যান্ড ক্রিকেট উইমেন’স টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড সোফি ডিভাইন