Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এল ক্লাসিকো হতে দিল না বিলবাও


১৫ জানুয়ারি ২০২১ ১৩:৪৬

বাড়তি একটা এল ক্লাসিকোর স্বপ্ন দেখছিলেন ফুটবল রসিকরা। আগেই স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ দ্বিতীয় সেমিফাইনাল জিততে পারলে ফাইনালটা হতো ‘এল ক্লাসিকো’। সেটা আর হতে দিল না অ্যাথলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছে অ্যাথলেটিকো।

আগামী রোববার শিরোপা লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে অ্যাথলেটিকো। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

বিজ্ঞাপন

মালাগায় ম্যাচের দুই তৃতীয়াংশ সময় বলের দখল ছিল রিয়ালের কাছে। কিন্তু আক্রমণভাগ ততোটা কার্যকর ছিল না। অ্যাথলেটিকোর জমাট রক্ষণ ভাঙতে পারেননি ভিনিচিউস জুনিয়র, করিম বেনজেমারা। এডেন হ্যাজার্ডকে আজ শুরুর একাদশে রেখেছিলেন জিনেদিন জিদান। লাভ হয়নি, দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যাজার্ডকে তুলে নিতে বাধ্য হন রিয়াল কোচ।

রিয়াল যে দুটি গোল খেয়েছে দুটিই নিজেদের ভুলে। পুরো মৌসুমে দাপুটে ফুটবল খেলা লুকাস ভাসকেস করেছেন প্রথম ভুলটা। ম্যাচের ১৮ মিনিটে প্রতিপক্ষের পায়ে বল তুলে দেন স্প্যানিশ তারকা। সেই সুযোগ কাজে লাগিয়ে রিয়ালকে হতাশায় ডোবান দুই গার্সিয়া। ভাসকেসের ভুল পাস ধেরে ডি-বক্সে থাকা রাউল গার্সিয়াকে রক্ষণচেরা এক পাস বাড়ান দানি গার্সিয়া। সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি রাউল গার্সিয়া, ১-০ তে এগিয়ে অ্যাথলেটিকো।

৩৮ মিনিটে পেনাল্টি গোলে ব্যবধান ২-০ করেন রাউল গার্সিয়া। এখানেও ভাসকেসের ব্যর্থতা। ডি-বক্সে হঠাৎ গার্সিয়াকে ফেলে দেন স্প্যানিশ তারকা। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি রাউল। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে আরও একটা গোল খেতে পারত রিয়াল। অ্যাথলেটিকোর ইকের মুনিয়াইনের হেড পোস্টে লেগে ফিরে আসে।

বিজ্ঞাপন

হ্যাজার্ডের বদলে মাঠে নামা মার্কো অ্যাসেনসিওর শট পোস্টে লেগে ফিরলে ৬১ মিনিটে গোলবঞ্চিত হয়েছে রিয়াল। জিদানের দল অবশেষে গোল পেয়েছে ৭৩ মিনিটে গিয়ে। সতীর্থের হেডে পাঁ ছুয়ে দলকে লড়াইয়ে ফেরান করিম বেনজেমা। তবে বাকি সময়ে গোল আদায় করতে না পেরে সেই লড়াই জিততে পারেনি রিয়াল।

৮৮ মিনিটে সার্জিও রামোসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ সময়ে রামোস ডি-বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন তোলে রিয়াল। ভিএআর প্রযুক্তিতে সেই দাবি নাকচ হয়ে যাওয়ার পর উল্লাসে ফেটে পড়ে অ্যাথলেটিকো মাদ্রিদ।

বার্সেলোনা রিয়াল মাদ্রিদ-অ্যাথলেটিকো বিলবাও স্প্যানিশ সুপার কাপ ২০২০

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর