ব্রিসবেনেও ভারতের ‘লেজে’র বীরত্ব
১৭ জানুয়ারি ২০২১ ১৮:১৯
ঋষাভ পন্ত যখন ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হলেন ভারতের রান ছিল ১৮৬। মনে হচ্ছিল প্রথম ইনিংসে বড় লিডই পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া। কিন্তু ভারতীয় ব্যাটিং লাইনআপের লেজের প্রতিরোধে সেটা আর হয়নি। ১৮৬ রানে ষষ্ঠ উইকেট হারানো ভারতের প্রথম ইনিংস থেমেছে শেষ পর্যন্ত ৩৩৬ রানে।
ব্রিসবান টেস্টের আগে কী বিড়ম্বনাতেই না পড়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইনজুরির মিছিল দিনে দিনে লম্বা হওয়াতে একাদশ সাজানোই দায় হয়ে পড়েছিল সফরকারীদের। রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেশ যাদবরা ইনজুরিতে না পরলে নিশ্চয়ই অস্ট্রেলিয়ায় টেস্ট খেলা হতো না ওয়াসিংটন সুন্দর, শার্দুল ঠাকুরদের। সেই অনাকাঙ্খিতভাবে সেই সুযোগটা পেয়েই বাজিমাত করলেন দুই তরুণ।
দুইশ’র আগে ষষ্ঠ উইকেট পড়ে যাওয়ার পর দুজন যেভাবে ভারতের হয়ে ঢাল হয়ে দাঁড়ালেন তাতে মনেই হচ্ছিল না যে এই দুজন শিক্ষানবিস! মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডদের বোলিং আক্রমণের বিপক্ষে সপ্তম উইকেটে ১২৩ রান তুলেছেন দুজন। বিদেশের মাটিতে এর আগে মাত্র ১৭টি শতরানের জুটি দেখা গেছে।
ওয়াসিংটন সুন্দর ১৪৪ বল খেলে ৭টি চার ১টি ছয়ের সাহায্যে ৬২ রান করেছেন। শার্দুল ঠাকুর ৬৭ রান করেছেন ১১৫ বল খেলে। তার ইনিংসে চার ৯টি, ছক্কা ২টি। এর আগে চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়ালরা উইকেটে সেট হলেও বড় ইনিংস খেলতে পারেননি। আগারওয়াল ৩৮ রান করেছেন। রাহানে ৩৭, পুজারা ২৫ রান করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে জস হ্যাজেলউড ৫ উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। পরে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে বিনা উইকেটে ২১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ২০ রান করা ডেভিড ওয়ার্নারের সঙ্গে ১ রানে অপরাজিত ছিলেন মার্নাস হ্যারিস।
অস্ট্রেলিয়া ক্রিকেট অস্ট্রেলিয়া-ভারত সিরিজ ২০২০ জাসপ্রিত বুমরাহ ভারতীয় ক্রিকেট শার্দুল ঠাকুর