Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ উইন্ডিজ ম্যাচে বৃষ্টির হানা, আপাতত বন্ধ খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২১ ১২:০৩

মাঘের অনাহুত বৃষ্টি হানা দিয়েছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে। ফলে আপাতত বন্ধ রয়েছে খেলা। বৃষ্টি শেষে মাঠ খেলার উপযুক্ত হলে তবেই আবার ম্যাচ মাঠে গড়াবে।

বুধবার (২০ জানুয়ারি) চতুর্থ ওভারের তৃতীয় বল শেষে বৃষ্টির হানায় ম্যাচ আপাতত বন্ধ ঘোষণা করা হয়। স্বাগতিক টাইগাররা অবশ্য এর আগেই ক্যারিবিয়দের একটি উইকেট তুলে নিয়েছে। বাংলাদেশের বোলিং ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের দ্বিতীয় ডেলিভারিতে ওপেনার সুনিল অ্যামব্রিসকে এলবি’র ফাঁদে ফেলেন মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

ড্রেসিংরুমে ফেরার আগে এই ওপেনার নামের পাশে যোগ করেন ৭ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ১৫ রান।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সফরকারী ক্যারিবিয়দের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার দলপতি তামিম ইকবাল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জশুয়া ডা সিলভা, সুনীল অ্যাম্ব্রিস, জেসন মোহাম্মদ (অধিনায়ক), অ্যান্ড্রে ম্যাকার্থি, রেমন রেইফ্রি, রোভমান পাওয়েল, কাইল মায়ার্স, ঙ্ক্রুমাহ বোনার, কেমার হোল্ডার, অ্যাকেল হোসেন ও অ্যালজারি জোসেপ।

সারাবাংলা/এমআরএফ/এসএস

খেলা বন্ধ প্রথম ওয়ানডে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টির হানা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর