Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাইসউদ্দিন আহমেদের মৃত্যুতে বিসিবি’র গভীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২১ ১৩:০৮

রাইসউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বুধবার (২০ জানুয়ারি) রাতে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিসিবি’র সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। পেশাগত জীবনে রাইসউদ্দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কর্মরত ছিলেন।

বুধবার (২০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক জানিয়েছে টাইগার ক্রিকেট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিবৃতি দিয়ে জানান হয়েছে, ‘রাইসউদ্দিন আহমেদ এমনই এক সময়ে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কর্মরত ছিলেন যখন এদেশের ক্রিকেট স্বরুপে আবির্ভুত হতে সংগ্রাম করছিল। তার নিঃস্বার্থ প্রচেষ্টায়ই এদেশের ক্রিকেট আজ এখানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি।’

১৯৭৫-৮১ সাল পর্যন্ত রাইসউদ্দিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আর ভাইস প্রেসিডেন্টের পদে ছিলেন ১৯৯১-২০০১ সাল পর্যন্ত।

সারাবাংলা/এমআরএফ/এসএস

বিসিবি'র শোক বিসিবি'র সাবেক ভাইস প্রেসিডেন্ট মারা গেছেন রাইসউদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর