Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দারুণ জয়ে শীর্ষে ইউনাইটেড


২১ জানুয়ারি ২০২১ ০৮:৫৮

বেশিদিন সিংহাসনচ্যূত থাকতে হলো না ম্যানচেস্টার ইউনাইডেটকে। অবনমন অঞ্চলের দল ফুলহামকে ২-১ গোলে হারিয়ে ফের ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে বসেছে ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী ক্লাবটি। ইউনাইডেটের হয়ে গোল দুটি করেছেন পল পগবা ও এডিনসন কাভানি।

ইউনাইটেডের জয়টা অনুমিতই ছিল। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে উলে গুনার সুলশারের দল। অপর দিকে ফুলহাম লিগে আগের ১৭ ম্যাচে জয় পেয়েছিল মাত্র ২টি। ১৮ নম্বর ম্যাচে তাই ইউনাইটেডকে পয়েন্ট বঞ্চিত করবে এটা অনুমিত ছিল না। তেমনা হয়ও-নি। তবে শুরুতে ম্যানইউ সমর্থকদের ঠিকই ভড়কে দিয়েছিল দলটি।

বিজ্ঞাপন

ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করে বসেন স্বাগতিকরা। অফসাইডের ফাঁদ ভেঙে দূরের পোস্ট দিয়ে দারুণ এক গোল করে ফুলহামকে ১-০ তে এগিয়ে নেন ইংলিশ ফরোয়ার্ড অ্যাডেমোলা লুকম্যান।

২০ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের শট পোস্টে লেগে ফিরলে হতাশা বাড়ে ইউনাইটেডের। তবে সেটা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরের মিনিটেই দলকে সমতায় ফেরান উরুগুয়ান তারকা এডিনসন কাভানি। গোলরক্ষকের ভুলে বল পেয়ে গোল করতে ভোলেননি কাভানি।

প্রথমার্ধে আর গোল হয়নি। দাপুটে খেলতে থাকা ইউনাইডেট দ্বিতীয় গোলটা পেয়েছে ম্যাচের ৬৫ মিনিটে। ডি-বক্সের বাইরে জায়গা বানিয়ে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন পগবা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে ইউনাইটেড।

এই জয়ে ১৯ ম্যাচে শীর্ষে থাকা ইউনাইটেডের পয়েন্ট হলো ৪০। এখন পর্যন্ত ১২ ম্যাচ জয়ের বিপরীতে ৩টিতে হার, ৪টিতে ড্র করেছে দলটি। টেবিলের দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৮। তবে একটা ম্যাচ কম খেলেছে পেপ গার্দিওলার দল।

বিজ্ঞাপন

ইংলিশ প্রিমিয়ার লিগ এডিনসন কাভানি পল পগবা ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর