Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনেও দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ১৯:১০

করোনার বাধা কাটিয়ে দীর্ঘ ১০ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে টাইগাররা। সিরিজটি সরাসরি সম্প্রচার করছে দেশের দুই স্যাটেলাইট টিভি চ্যানেল নাগরিক ও টি-স্পোর্টস। দুই টিভি চ্যানেলের পাশাপাশি চলমান এই সিরিজের এই খেলাগুলো সরাসরি উপভোগ করা যাবে দেশের ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবির অ্যান্ড্রয়েড স্মার্ট ডিভাইস বিন্জেও।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি মোবাইল প্রতিষ্ঠান রবি’র পক্ষ থেকে জানিয়েছে ইম্প্যাক্ট পিআর।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, গ্রাহকরা তাদের টিভি অথবা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিন্জ ইনস্টল করার মাধ্যমে সরাসরি খেলাগুলো দেখতে পারবেন। টিভিতে খেলা দেখার জন্য গ্রাহকদের বিন্জের লাইভ টিভি প্যানেলে গিয়ে মাই স্পোর্টস চ্যানেলে ক্লিক করতে হবে। স্মার্টফোনে খেলা দেখার ক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে বিন্জ অ্যাপ ডাউনলোড করে (https://cutt.ly/vjPd9eY) ওয়াচ টিভি অপশনে গিয়ে মাই স্পোর্টস চ্যানেলে চাপ দিতে হবে। আইওএস ব্যবহারকারী গ্রাহকরাও সেবাটি উপভোগ করতে পারবেন।

বিন্জ স্মার্ট ডিভাইসে একজন গ্রাহক তার টিভিতে ১৫০টিরও বেশি লাইভ টিভি উপভোগ করতে পারবেন। এছাড়া এতে তিন হাজারের বেশি এক্সক্লুসিভ টিভি সিরিজ, চলচ্চিত্র এবং অন্যান্য বিনোদনমূলক কনটেন্ট রয়েছে।

সারাবাংলা/এমআরএফ/এসএস

অনলাইনে বাংলাদেশ সিরিজ উইন্ডিজ সিরিজ দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর