Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক বছর নিষিদ্ধ নাসির জামশেদ


১১ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৩

সারাবাংলা ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিং তদন্তে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে দেশটির পেসার মোহাম্মদ সামিকে। যদিও, কোনো ফিক্সিংয়ে জড়িত নন তিনি। সোমবার (১১ ডিসেম্বর) স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে পাকিস্তানি ওপেনার নাসির জামশেদকে এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, ‘অ্যান্টি-করাপশন কোড ভাঙায় নাসির জামশেদকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পিসিবি।’

অ্যান্টি-করাপশন কোডের ২.৪.৬ এবং ২.৪.৭ নিয়ম ভেঙেছেন তিনি। যে কোনো ধরনের ক্রিকেট থেকে তাকে এক বছর বিরত থাকতে হবে।

এর আগে পাকিস্তানের খালিদ লতিফ ও শারজিল খান নিষিদ্ধ হন। ফিক্সিংয়ের ব্যাপারে প্রস্তাব পেয়ে সেটা বোর্ডের কাছে গোপন করেছিলেন পেসার মোহাম্মদ ইরফান। কর্তৃপক্ষকে না জানানোর দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। মোহাম্মদ নেওয়াজকেও এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। পরে শাস্তির মেয়াদ কমিয়ে যথাক্রমে ছয় মাস ও দুই মাস করা হয়।

সারাবাংলা/এমআরপি/১১ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর